মুম্বই, 2 ডিসেম্বর : কানপুরে ব্যর্থ হয়েছে ভারতীয় স্পিনারদের অসামান্য লড়াই ৷ ক্রিজ আঁকড়ে পড়ে থেকে কানপুরে ভারতের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছেন কিউয়ি টেল এন্ডার রচিন রবীন্দ্র ৷ নিশ্চিত জেতা ম্যাচ মাঠে ফেলে এসেছে ভারতীয় দল ৷ ফলে মুম্বইতে দ্বিতীয় টেস্টে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সিরিজ জিততে মরিয়া টিম ইন্ডিয়া ৷
অভিষেক ম্যাচেই দুরন্ত শতরান করে সৌরভ-আজাহার-শিখরদের তালিকায় নিজের নাম তুলে ফেলেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer maiden test century) ৷ 158 বলে শতরান পূ্রণ করেন তিনি ৷ শোনা যাচ্ছিল, দ্বিতীয় টেস্টে কোহলি দলে ফেরায় শতরান করার পরেও বাদ পড়তে পারেন তিনি ৷ যদিও পিটিআইয়ের একটি সূত্র জানাচ্ছে, কোহলি দলে ফেরায় বাদ পড়তে পারেন ময়াঙ্ক আগরওয়াল ৷ কানপুর টেস্টে তাঁর দুই ইনিংসে সংগ্রহ ছিল 13 এবং 17 রান ৷