পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

IND vs NZ Mumbai Test : ফিরছেন কোহলি, সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে ভারত - মুম্বইয়ে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে ভারত

দলে ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি ৷ ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে নামছে ভারত (IND vs NZ Mumbai Test) ৷ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ঘরের মাঠে নিজেদের দাপট কায়েম রাখাই উদ্দেশ্য রাহুল দ্রাবিড়ের ছেলেদের ৷

IND vs NZ Mumbai Test match preview
দলে ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি

By

Published : Dec 2, 2021, 11:10 PM IST

Updated : Dec 3, 2021, 7:17 AM IST

মুম্বই, 2 ডিসেম্বর : কানপুরে ব্যর্থ হয়েছে ভারতীয় স্পিনারদের অসামান্য লড়াই ৷ ক্রিজ আঁকড়ে পড়ে থেকে কানপুরে ভারতের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছেন কিউয়ি টেল এন্ডার রচিন রবীন্দ্র ৷ নিশ্চিত জেতা ম্যাচ মাঠে ফেলে এসেছে ভারতীয় দল ৷ ফলে মুম্বইতে দ্বিতীয় টেস্টে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সিরিজ জিততে মরিয়া টিম ইন্ডিয়া ৷

অভিষেক ম্যাচেই দুরন্ত শতরান করে সৌরভ-আজাহার-শিখরদের তালিকায় নিজের নাম তুলে ফেলেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer maiden test century) ৷ 158 বলে শতরান পূ্রণ করেন তিনি ৷ শোনা যাচ্ছিল, দ্বিতীয় টেস্টে কোহলি দলে ফেরায় শতরান করার পরেও বাদ পড়তে পারেন তিনি ৷ যদিও পিটিআইয়ের একটি সূত্র জানাচ্ছে, কোহলি দলে ফেরায় বাদ পড়তে পারেন ময়াঙ্ক আগরওয়াল ৷ কানপুর টেস্টে তাঁর দুই ইনিংসে সংগ্রহ ছিল 13 এবং 17 রান ৷

আরও পড়ুন : Virat Kohli On SA Tour : দক্ষিণ আফ্রিকা সফরের ভবিষ্যৎ নিয়ে স্বচ্ছতা চাইছেন বিরাট

দীর্ঘ দু'বছর পাঁচদিনের ক্রিকেটে সেঞ্চুরির দেখা নেই কোহলির ব্যাটে ৷ ফলে এই ম্যাচে তাঁর পয়া ওয়াংখেড়েতেই ফের শতরানে ফিরতে মরিয়া থাকবেন তিনিও ৷ সেই ছবিই উঠে এল টিম ইন্ডিয়ার প্র্যাকটিসেও ৷ বৃষ্টি হওয়ায় ইন্ডোর প্র্যাকটিস সেরেছে দল ৷ সেখানেই ব্যাট হাতে মারমুখী ভঙ্গিমায় দেখা গেল কোহলিকে ৷ অন্যদিকে, ম্যাচের দিন বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আগের দু'দিন বৃষ্টি হয়েছে । ফলে ইন্ডোর প্র্যাকটিস করতে হয়েছে দুই দলকেই ৷

Last Updated : Dec 3, 2021, 7:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details