পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Drone Threat at Punjab Border: পঞ্জাব সীমান্তে ড্রোনের বাড়বাড়ন্তে চিন্তিত বিএসএফ, গোয়েন্দা বিভাগ - পঞ্জাবের খবর

পঞ্জাবের (Punjab) ভারত-পাকিস্তান সীমান্ত (India Pakistan Border) লাগোয়া এলাকায় বাড়ছে ড্রোনের (Drone) দাপাদাপি ৷ নেপথ্যে কারণ কী ?

increasing number of cross border Drone becomes a threat to Punjab
Drone: পঞ্জাব সীমান্তে ড্রোনের বাড়বাড়ন্তে চিন্তিত বিএসএফ, গোয়েন্দা বিভাগ

By

Published : Dec 5, 2022, 5:27 PM IST

চণ্ডীগড়, 5 ডিসেম্বর: ভারত-পাকিস্তান সীমান্ত (India Pakistan Border) লাগোয়া পঞ্জাবে (Punjab) চিন্তা বাড়াচ্ছে ড্রোনের উপদ্রব (Drone) ৷ সূত্রের দাবি, আন্তর্জাতিক চোরাচালানকারীরা পণ্য পাচারে ড্রোন প্রযুক্তি ব্যবহার করছে ৷ ড্রোনের সাহায্যে পাক ভূখণ্ড থেকে মাদক ও অস্ত্র পাঠানো হচ্ছে পঞ্জাবে ৷ যা নিয়ে বিএসএফের পাশাপাশি উদ্বেগ বাড়ছে গোয়েন্দা বিভাগেরও ৷ সংশ্লিষ্ট দফতরের হাতে আসা তথ্য বলছে, ইদানিংকালে পঞ্জাব প্রদেশে ড্রোনের আনাগোনা বেড়েছে প্রায় 81 শতাংশ ! 2022 সালে এখনও পর্যন্ত পঞ্জাবের সীমান্ত এলাকায় 230 বারেরও বেশি ড্রোন দেখা গিয়েছে ৷ এবং প্রত্যেকটি ক্ষেত্রেই দূর নিয়ন্ত্রিত এই সচল যন্ত্রগুলি পাঠানো হয়েছিল সীমান্তের ওপার থেকে ৷

ওয়াকিবহাল মহল বলছে, সীমান্ত এলাকায় ড্রোনের এই বাড়বাড়ন্ত ভারতের জাতীয় নিরাপত্তাকেও প্রশ্নের মুখে ফেলছে ৷ বিএসএফ কর্তাদের বক্তব্য, শুধুমাত্র এক বছরের মধ্যেই সীমান্তে 230টিরও বেশি বিদেশি ড্রোনের উপস্থিতি মোটেও ভালো ইঙ্গিত নয় ৷ প্রসঙ্গত, 2020 সালে এই সংখ্যাটাই ছিল 79 ৷ পরের বছর, অর্থাৎ 2021 সালে যা বেড়ে হয় 109 ৷ সেক্ষেত্রে চলতি বছর ইতিমধ্যেই সেই সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে গিয়েছে ৷ যা দেখে চিন্তার ভাঁজ বাড়ছে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তাব্যক্তিদের কপালে ৷

আরও পড়ুন:ভারত-পাক সীমান্তের তরন তারনে 3 কেজি হেরোইন-সহ ড্রোন উদ্ধার

তথ্য বলছে, পঞ্জাবের আকাশে যত ড্রোন উড়ে বেড়ায়, তার অধিকাংশই আসে পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ৷ চলতি বছর এখনও পর্যন্ত 18 বার এই ধরনের ড্রোনগুলি করে নামিয়েছে বিএসএফ ৷ পঞ্জাবের ফিরোজপুর, অমৃতসর, পাঠানকোট-সহ সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় বারবার ড্রোন পাঠানো হচ্ছে ৷ ভারতীয় নিরাপত্তাবাহিনী এবং গোয়েন্দা বিভাগের দাবি, ভারতে ড্রোন পাঠানোর ক্ষেত্রে প্রযুক্তিগত বদলও এনেছে পড়শি পাকিস্তান ৷ প্রচুর পরিমাণে মাদক ও অস্ত্র মূলত হেক্সা ড্রোনের সাহায্য়ে ভারতের পঞ্জাবে পাঠানো হচ্ছে ৷

পঞ্জাব পুলিশের এক প্রাক্তন কর্তা এই প্রসঙ্গে বলেন, মূলত সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যদের সাহায্য পাঠাতেই ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ৷ তাছাড়া, সীমান্ত এলাকায় পাচারের কাজেও ব্যাপকভাবে ড্রোন কাজে লাগাচ্ছে পাচারকারীরা ৷ অবিলম্বে এই সমস্যার সমাধান না করতে পারলে আগামী দিনে তা সারা ভারতের চিন্তা বাড়াবে বলেই মনে করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details