চণ্ডীগড়, 5 ডিসেম্বর: ভারত-পাকিস্তান সীমান্ত (India Pakistan Border) লাগোয়া পঞ্জাবে (Punjab) চিন্তা বাড়াচ্ছে ড্রোনের উপদ্রব (Drone) ৷ সূত্রের দাবি, আন্তর্জাতিক চোরাচালানকারীরা পণ্য পাচারে ড্রোন প্রযুক্তি ব্যবহার করছে ৷ ড্রোনের সাহায্যে পাক ভূখণ্ড থেকে মাদক ও অস্ত্র পাঠানো হচ্ছে পঞ্জাবে ৷ যা নিয়ে বিএসএফের পাশাপাশি উদ্বেগ বাড়ছে গোয়েন্দা বিভাগেরও ৷ সংশ্লিষ্ট দফতরের হাতে আসা তথ্য বলছে, ইদানিংকালে পঞ্জাব প্রদেশে ড্রোনের আনাগোনা বেড়েছে প্রায় 81 শতাংশ ! 2022 সালে এখনও পর্যন্ত পঞ্জাবের সীমান্ত এলাকায় 230 বারেরও বেশি ড্রোন দেখা গিয়েছে ৷ এবং প্রত্যেকটি ক্ষেত্রেই দূর নিয়ন্ত্রিত এই সচল যন্ত্রগুলি পাঠানো হয়েছিল সীমান্তের ওপার থেকে ৷
ওয়াকিবহাল মহল বলছে, সীমান্ত এলাকায় ড্রোনের এই বাড়বাড়ন্ত ভারতের জাতীয় নিরাপত্তাকেও প্রশ্নের মুখে ফেলছে ৷ বিএসএফ কর্তাদের বক্তব্য, শুধুমাত্র এক বছরের মধ্যেই সীমান্তে 230টিরও বেশি বিদেশি ড্রোনের উপস্থিতি মোটেও ভালো ইঙ্গিত নয় ৷ প্রসঙ্গত, 2020 সালে এই সংখ্যাটাই ছিল 79 ৷ পরের বছর, অর্থাৎ 2021 সালে যা বেড়ে হয় 109 ৷ সেক্ষেত্রে চলতি বছর ইতিমধ্যেই সেই সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে গিয়েছে ৷ যা দেখে চিন্তার ভাঁজ বাড়ছে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তাব্যক্তিদের কপালে ৷