মুম্বই ও দিল্লি, 3 মার্চ : পরিচালক অনুরাগ কাশ্যপ এবং অভিনেত্রী তাপসী পান্নুর বাড়িতে আয়কর হানা । আজ তাঁদের মুম্বই ও পুনের বাড়িতে অভিযান চালায় আয়কর বিভাগ । আয়কর ফাঁকির অভিযোগে তাঁদের বাড়িতে অভিযান চালানো হয় । প্রযোজক বিকাশ বহলের বাড়িতেও আয়কর অভিযান চলে ।
মুম্বই ও পুনের প্রায় 20টি জায়গায় অভিযান চালানো হয় । অনুরাগ কাশ্যপ প্রোডাকশন হাউজ় ফ্যান্টম ফিল্মের সঙ্গে সম্পর্কিত কোনও বিষয়ে অভিযান চালান আয়কর আধিকারিকরা । ফ্যান্টম ফিল্মের অফিসেও অভিযান চালানো হয় । আয়কর বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, কর ফাঁকি দেওয়ার অভিযোগে তাঁদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে ।