পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Karnataka Polls: কর্ণাটকে গাছে লুকিয়ে রাখা 1 কোটি টাকা উদ্ধার আয়কর দফতরের

কর্ণাটকের মাইসুরুতে গাছ থেকে টাকা উদ্ধার করল আয়কর দফতর ৷ মঙ্গলবার সেখানে একটি বাড়িতে অভিযানের সময় এই টাকা উদ্ধার হয় ৷ যার পরিমাণ এক কোটি ৷

By

Published : May 3, 2023, 6:21 PM IST

Karnataka Polls
Karnataka Polls

মাইসুরু (কর্ণাটক), 3 মে: গল্পের গরু গাছে ওঠে ৷ বাঙালিদের কাছে এই কথাটা অতি পরিচিত ৷ কর্ণাটকে মঙ্গলবার এমন একটি ঘটনা ঘটেছে, যা শুনলে প্রথমেই গল্পের গরু গাছে ওঠার কথাই প্রথমে মনে আসবে ৷ তবে এক্ষেত্রে গরু গাছে ওঠেনি ৷ বরং টাকা উঠেছে গাছে ৷ যা এ দিন উদ্ধার করেছে আয়কর দফতর ৷

কর্ণাটকে এখন নির্বাচনী পর্ব চলছে ৷ আগামী 10 মে সেখানে বিধানসভা নির্বাচন ৷ সেই আবহের মধ্যে ওই রাজ্য়ের মাইসুরু এলাকায় কে সুব্রমণ্য রাইয়ের বাড়িতে অভিযান চালায় আয়কর দফতর ৷ মাইসুরুর পুত্তর কেন্দ্রের প্রার্থীর ভাই কে সুব্রমণ্য রাই ৷ সেখানে অভিযান চালিয়ে আয়কর দফতরের আধিকারিকরা এক কোটি টাকা উদ্ধার করেন ৷ সেই টাকা গাছের উপরে লুকানো হয়েছে ৷ এছাড়াও সেখান থেকে আরও অনেক নথি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ আয়কর দফতরের আধিকারিকদের বাক্সগুলো খুলে নগদ টাকা বাজেয়াপ্ত করার ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল হয়েছে ।

নির্বাচনের অনিয়ম ঠেকাতে একাধিক তদন্তকারী সংস্থা একসঙ্গে কাজ করছে । তারই অঙ্গ হিসেবে এই অভিযান বলে জানা গিয়েছে ৷ নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এজেন্সিগুলি দক্ষিণ ভারতের ওই রাজ্য থেকে এখনও পর্যন্ত 309 কোটি টাকারও বেশি উদ্ধার করেছে । টাকা ছাড়াও মদ, মাদক, বেআইনি সোনা ও রুপো উদ্ধার করা হয়েছে ৷ সোনা ও রুপোর আনুমানিক বাজার মূল্য প্রায় 80 কোটি টাকা ৷ উদ্ধার হওয়া মদের দাম প্রায় 74 কোটি টাকা ৷

নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে ৷ নির্বাচন কমিশন রাজ্যের বিভিন্ন ব্যক্তির কাছে থাকা লাইসেন্স দেওয়া 69 হাজার 825টি আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ এছাড়া 18টি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে ৷ আর 20টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে প্রশাসনের তরফে । এছাড়াও সিআরপিসি আইনের অধীনে 5 হাজার 522টি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং 15 হাজার 456 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হয়েছে ।

আরও পড়ুন:কৃষ্ণ কল্যাণীর সঙ্গে ব্যবসায়ীক যোগ, শিলিগুড়িতে বহুজাতিক সংস্থার অফিসেও হানা কেন্দ্রীয় সংস্থার

ABOUT THE AUTHOR

...view details