পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Azam Khan Tax Evation: কয়েকশো কোটির কর ফাঁকি! এসপি নেতা আজম খানের বাড়িতে টানা 60 ঘণ্টা আয়কর-তল্লাশি - SP Akhilesh Yadav Azam Khan News

সমাজবাদী পার্টির নেতা আজম খানের বাড়ি এবং তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালাল আয়কর দফতর ৷ বুধবার সকাল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাঁর বাড়িতেই ছিলেন আধিকারিকরা ৷

ETV Bharat
উত্তরপ্রদেশের এসপি নেতা আজম খান

By PTI

Published : Sep 16, 2023, 12:49 PM IST

রামপুর, 15 সেপ্টেম্বর: কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে সমাজবাদী পার্টি বা এসপি-র প্রবীণ নেতা আজম খানের বিরুদ্ধে ৷ আর টাকার পরিমাণ 800 কোটিরও বেশি ৷ এই অভিযোগে বুধবার, 13 সেপ্টেম্বর থেকে শুক্রবার, 15 সেপ্টেম্বর পর্যন্ত আজম খান ও তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে লাগাতার তল্লাশি চালাল আয়কর দফতর ৷

তবে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী অখিলেশ যাদব ৷ সামাজিক মাধ্যম এক্সে (টুইটারে) তিনি একটি পোস্ট করেন ৷ তাতে 'ইন্ডিয়া' জোটের সদস্য দলটি বিজেপি সরকারের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ তোলে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার করছে বলে সরব হন অখিলেশ যাদব ৷

গতকাল সরকারি সূত্রে জানা যায়, বুধবার সকাল 7টায় উত্তরপ্রদেশের রামপুরে জেল রোডে আজম খানের বাড়িতে পৌঁছন আয়কর দফতরের আধিকারিকরা ৷ শুক্রবার সন্ধ্যা 7টা নাগাদ তাঁরা তল্লাশি শেষ করেন ৷ এদিন সরকারি আধিকারিকরা তাঁর বাড়ি থেকে বেরিয়ে গেলে সাংবাদিকদের মুখোমুখি হন এসপি নেতা আজম খান ৷ তিনি বলেন, "আয়কর দফতর তল্লাশি চালিয়েছে ৷ তাঁরা এখানে তিন দিন ছিলেন ৷ তল্লাশি চালানোর সঙ্গে জিজ্ঞাসাবাদও করেছেন আধিকারিকরা ৷" এরপর আর কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি প্রবীণ নেতা ৷

আরও পড়ুন: মহিলাদের সম্বন্ধে আপত্তিজনক মন্তব্য ! আজম খানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ

আজম খানের বিরুদ্ধে বিপুল পরিমাণে কর ফাঁকির অভিযোগ তুলেছে আয়কর দফতর ৷ এই তদন্তের স্বার্থে 13 সেপ্টেম্বর, বুধবারই আয়কর দফতর উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে 30টিরও বেশি জায়গায় তল্লাশি চালায় ৷ উত্তরপ্রদেশের রামপুর, শাহরানপুর, লখনউ, গাজিয়াবাদ, মীরাটে অভিযান চালিয়েছেন আধিকারিকরা ৷

বুধবার গাজিয়াবাদের রাজনগর কলোনিতে একটি বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর ৷ এই বাড়িটি আজম খানের পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত একতা কৌশিকের ৷ সূত্রে জানা গিয়েছে, আজম খান কয়েকটি ট্রাস্ট পরিচালনা করেন ৷ আয়কর দফতর সেই ট্রাস্টগুলির বিষয়ে তদন্ত করতেই এই তল্লাশি অভিযান চালিয়েছে ৷

আরও পড়ুন: ঘৃণা ভাষণ দেওয়ায় তিন বছরের জেল সপা নেতা আজম খানের

গত বছর, একটি আদালত আজম খানকে ঘৃণাসূচক মন্তব্য করার অপরাধে দোষী সাব্যস্ত করে ৷ 2019 সালে মিলাক কোতোয়ালি এলাকায় খাটানাগরিয়া গ্রামে একটি জনসভায় তাঁর একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ তাঁকে 3 বছরের জন্য কারাবাসের সাজায় দণ্ডিত করা হয় ৷ বিধায়ক পদ খারিজ হয়ে যায় ৷ পরে তিনি হাইকোর্টে জামিন পেলেও অন্য একটি মামলার জেরে তাঁর বিধায়ক পদটি ফিরে পাননি আজম খান ৷

ABOUT THE AUTHOR

...view details