রামপুর, 15 সেপ্টেম্বর: কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে সমাজবাদী পার্টি বা এসপি-র প্রবীণ নেতা আজম খানের বিরুদ্ধে ৷ আর টাকার পরিমাণ 800 কোটিরও বেশি ৷ এই অভিযোগে বুধবার, 13 সেপ্টেম্বর থেকে শুক্রবার, 15 সেপ্টেম্বর পর্যন্ত আজম খান ও তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে লাগাতার তল্লাশি চালাল আয়কর দফতর ৷
তবে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী অখিলেশ যাদব ৷ সামাজিক মাধ্যম এক্সে (টুইটারে) তিনি একটি পোস্ট করেন ৷ তাতে 'ইন্ডিয়া' জোটের সদস্য দলটি বিজেপি সরকারের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ তোলে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার করছে বলে সরব হন অখিলেশ যাদব ৷
গতকাল সরকারি সূত্রে জানা যায়, বুধবার সকাল 7টায় উত্তরপ্রদেশের রামপুরে জেল রোডে আজম খানের বাড়িতে পৌঁছন আয়কর দফতরের আধিকারিকরা ৷ শুক্রবার সন্ধ্যা 7টা নাগাদ তাঁরা তল্লাশি শেষ করেন ৷ এদিন সরকারি আধিকারিকরা তাঁর বাড়ি থেকে বেরিয়ে গেলে সাংবাদিকদের মুখোমুখি হন এসপি নেতা আজম খান ৷ তিনি বলেন, "আয়কর দফতর তল্লাশি চালিয়েছে ৷ তাঁরা এখানে তিন দিন ছিলেন ৷ তল্লাশি চালানোর সঙ্গে জিজ্ঞাসাবাদও করেছেন আধিকারিকরা ৷" এরপর আর কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি প্রবীণ নেতা ৷
আরও পড়ুন: মহিলাদের সম্বন্ধে আপত্তিজনক মন্তব্য ! আজম খানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ