নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর: দেশজুড়ে চলছে আয়কর দফতরের রেইড (IT Raid)৷ নথিভুক্ত অসংগঠিত রাজনৈতিক দলগুলির (Registered unrecognised political parties) সন্দেহজনক ভাবে কোষাগার বৃদ্ধি ও তাদের বিরুদ্ধে করফাঁকির অভিযোগের তদন্তে নেমে দেশের বিভিন্ন রাজ্যে হানা দিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা ৷ আধিকারিকদের সূত্রে খবর, রেইড চলছে দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র, হরিয়ানা ও অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে (Income Tax department conducts pan-India raids)৷
সূত্রের তরফে জানা গিয়েছে যে, নথিভুক্ত অসংগঠিত রাজনৈতিক দলগুলিতে, তাদের সঙ্গে যুক্ত অন্যান্য সংস্থা, অপারেটর ও অন্যান্য ক্ষেত্রে একযোগে হানা দিয়েছে আয়কর দফতর ৷ সশরীরে উপস্থিত থেকে ভেরিফিকেশনের সময় নথিভুক্ত অসংগঠিত রাজনৈতিক দলগুলির মধ্যে থেকে 87টির কোনও অস্তিত্ব খুঁজে পায়নি নির্বাচন কমিশন ৷ এরপর কমিশন ওই দলগুলিকে তালিকা থেকে বের করে দিয়েছে ৷ যে নথিভুক্ত অসংগঠিত রাজনৈতিক দলগুলির কোষাগার সন্দেহজনক ভাবে বৃদ্ধি পেয়েছে, কমিশনেরই প্রস্তাবে সেই সব দলের সঙ্গে জড়িত সব জায়গায় বুধবার আচমকা হানা দিয়েছে আয়কর দফতর ৷