খেদা, 21 ডিসেম্বর: ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় গুজরাতের ভাদনগর ও মোধেরার সূর্য মন্দির (Sun Temple) জায়গা পাওয়ায় নাদিয়াদের ঐতিহ্যবাহী গাছ ভোজপত্রী (Bhojpatri Tree) ফের লাইমলাইটে চলে এল ৷ এই গাছকে হেরিটেজ ট্রি হিসেবে স্বীকৃতি দিয়েছে গুজরাত সরকার ৷
জে অ্যান্ড জে কলেজ অফ সায়ান্সে রয়েছে এই ভোজপত্রী গাছ, যার রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে নাদিয়াদ এডুকেশন সোসাইটি ৷ এর বিজ্ঞানসম্মত নাম মেলালিউকা লিউকোডেনড্রন ৷ স্থানীয় ভাষায় এটি কায়াপুটি বা কাজুপুটি এবং ভোজপত্রী হিসেবেও পরিচিত ৷ এটি গুজরাতের একমাত্র ভোজপত্রী গাছ যার বয়স প্রায় 65 বছর ৷
বলা হয় যে, গুজরাতে ভোজপত্রী গাছটি পোঁতা হয়েছিল 1952 সালে ৷ জে অ্যান্ড জে কলেজ অফ সায়ান্সের বটানি বিভাগের তৎকালীন চেয়ারম্যান এই বৃক্ষরোপণ করেছিলেন ৷ প্রাচীনকালে যখন কাগজের আবিষ্কার হয়নি, তখন এই গাছের ছালে লেখা হত ৷ এই গাছের ছালের বিশেষত্ব হল যে, এতে উইপোকা ধরে না ৷ আর এটি জল লেগে নষ্টও হয়ে যায় না ৷