পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

খুচরো ও পাইকারি ব্য়বসাকে এমএসএমই-র অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে যুগান্তকারী আখ্যা প্রধানমন্ত্রীর

খুচরো ও পাইকারি ব্য়বসাকে মাঝারি, ছোট ও ক্ষুদ্র সংস্থার (MSME) আওতাভুক্ত করেছে কেন্দ্রীয় সরকার ৷ তার জন্য MSME সংক্রান্ত নির্দেশাবলী তথা গাইডলাইনে বেশ কিছু বদল আনা হয়েছে ৷ শুক্রবারই নীতিন গড়কড়ি সরকারের এই পদক্ষেপের কথা জানিয়েছেন ৷ শনিবার কেন্দ্রের এই পদক্ষেপকেই যুগান্তকারী বলে অবিহিত করলেন প্রধানমন্ত্রী ৷ তাঁর আশা, এর ফলে দেশের কোটি কোটি ব্যবসায়ী লাভবান হবেন ৷

inclusion of retail, wholesale trade as MSMEs landmark step, says Prime Minister Narendra Modi
Narendra Modi : খুচরো ও পাইকারি ব্য়বসাকে MSME-র অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে যুগান্তকারী আখ্যা প্রধানমন্ত্রীর

By

Published : Jul 3, 2021, 1:18 PM IST

Updated : Jul 3, 2021, 2:52 PM IST

নয়াদিল্লি, 3 জুলাই :খুচরো ও পাইকারি ব্য়বসাকে মাঝারি, ছোট ও ক্ষুদ্র সংস্থার (MSME) আওতাভুক্ত করার যে পদক্ষেপ তাঁর সরকার করেছে, তাকে যুগান্তকারী বলে অবিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ শনিবার এই প্রসঙ্গে তিনি বলেন, এর ফলে ব্য়বসায়িক আদানপ্রদান আরও বাড়বে এবং ব্য়বসায়ীরাও আগের তুলনায় অনেক বেশি লাভবান হবেন ৷ প্রসঙ্গত, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার MSME সংক্রান্ত নির্দেশাবলী বা গাইডলাইনে কিছু বদল এনেছে ৷ তাতে খুচরো ও পাইকারি ব্য়বসাকে মাঝারি, ছোট ও ক্ষুদ্র সংস্থার আওতাভুক্ত করা হয়েছে ৷

আরও পড়ুন :National Doctors' Day : করোনা মোকাবিলায় চিকিৎসকদের ভূয়সী প্রশংসা মোদির

এদিন এই প্রসঙ্গে একটি টুইটও করেন প্রধানমন্ত্রী ৷ তিনি লেখেন, ‘‘আমাদের সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ করেছে ৷ খুচরো এই পাইকারি ব্য়বসাকে মাঝারি, ছোট ও ক্ষুদ্র সংস্থার আওতায় আনা হয়েছে ৷ এর ফলে কোটি কোটি ব্য়বসায়ী লাভবান হবেন ৷ তাঁরা অনেক সহজেই মূলধন জোগাড় করতে পারবেন ৷ সেইসঙ্গে, অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়বে ৷ এতে তাঁদের ব্যবসা আরও চাঙ্গা হবে ৷’’

উল্লেখ্য, শুক্রবারই এমএসএমই এবং সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রকের মন্ত্রী নীতীন গড়কড়ি (Nitin Gadkari) MSME সংক্রান্ত নির্দেশাবলী বা গাইডলাইনে বেশ কিছু বদলের কথা ঘোষণা করেন ৷ সেই সময়েই তিনি জানান, এবার থেকে খুচরো ও পাইকারি ব্য়বসাকেও এমএসএমই-র আওতায় আনা হচ্ছে ৷ এই প্রসঙ্গে দু’টি টুইটও করেন নীতীন ৷ তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র এমএসএমই ক্ষেত্রকে পোক্ত করতে বদ্ধপরিকর ৷ এবং তাঁরা এই ক্ষেত্রকে দেশের অর্থনৈতিক উন্নতির চালিকাশক্তিকে পরিণত করতে চান ৷

আরও পড়ুন :ডিজিটাল ইন্ডিয়ার ষষ্ঠ বর্ষপূর্তিতে প্রযুক্তির জয়গান মোদির

গড়কড়ির দাবি, কেন্দ্রের এই পদক্ষেপে আড়াই কোটি খুচরো এবং পাইকারি ব্যবসায়ী লাভবান হবেন ৷ তিনি জানিয়েছেন, খুচরো ও পাইকারি ব্য়বসাকে এমএসএমই-র আওতার বাইরে রাখা হয়েছিল ৷ কিন্তু এখন এই দু’টি ক্ষেত্রও এমএসএমই-র আওতাভুক্ত থাকছে ৷ ফলে আরবিআই-এর (Reserve Bank of India) গাইডলাইন অনুসারে এবার থেকে তারাও ঋণ গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে ৷ একইসঙ্গে, নয়া নিয়মে উদয়ম রেজিস্ট্রেশন পোর্টালেও (Udyam Registration Portal) খুচরো ও পাইকারি ব্য়বসায়ীরা তাঁদের নাম ও ব্যবসা নথিভুক্ত করাতে পারবেন ৷

Last Updated : Jul 3, 2021, 2:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details