তিরুবন্তপুরম, 10 ডিসেম্বর: ইরানের (Iran) হিজাববিরোধী আন্দোলনের (Anti Hijab Protest) প্রতিবাদীদের পাশে থাকার বার্তা দিল আন্তর্জাতিক চলচ্চিত্র মহল ৷ প্রতিবাদের মঞ্চে পরিণত হল 27তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (International Film Festival of Kerala) বা আইএফএফকে (IFFK)-এর উদ্বোধনী অনুষ্ঠান (Inauguration) ৷ শুক্রবার এই উৎসবের আয়োজন করা হয় ৷
বাধ্যতামূলকভাবে হিজাব পরার প্রতিবাদ জানাতে প্রকাশ্যে নিজেদের চুল কাটতে দেখা গিয়েছে ইরানি মহিলাদের ৷ শুক্রবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চেও একগুচ্ছ কাটা চুল হয়ে ওঠে সেই আন্দোলনের প্রতীক ৷ সূত্রের খবর, বিশেষ করে এই অনুষ্ঠানের জন্যই এক ইরানি প্রতিবাদী ওই চুল কেটে পাঠিয়েছেন ৷ সেই প্রতিবাদীর নাম মেহনাজ মহম্মদি (Mahnaz Mohammadi) ৷ তিনি একজন চলচ্চিত্র নির্মাতা ৷ কেরালার চলতি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চেই পুরস্কার নেওয়ার কথা ছিল তাঁর ৷ কর্তৃপক্ষের তরফে তাঁকে 'স্পিরিট অফ সিনেমা' (Spirit of Cinema) সম্মানে ভূষিত করার কথা ছিল ৷ কিন্তু, ইরানের সরকার ইতিমধ্যেই দেশের নাগরিকদের বিদেশযাত্রার উপর বিধিনিষেধ আরোপ করেছে ৷ ফলে মেহনাজের পক্ষে ভারতে আসা সম্ভব হয়নি ৷ সেই কারণেই ওই একগুচ্ছ চুল পাঠিয়েছেন তিনি ৷