ডাবোলিম(গোয়া), 19 এপ্রিল : ভারতীয় নৌসেনায় সংযুক্ত হল বিমান স্কোয়াড্রন 323 অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এমকে 3 এয়ারক্র্যাফ্ট ৷ সোমবার গোয়ায় প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েক আইএনএস হংস-এ এই এমকে 3 হেলিকপ্টারটি নৌসেনার হাতে তুলে দেন ৷ ভারতীয় নৌসেনার তরফে দেওয়া বিবৃতি অনুযায়ী, আজকের এই অনুষ্ঠানে ভাইস অ্যাডমিরাল আর হরি কুমার এবং নৌসেনার পশ্চিমপ্রান্তের কমান্ডের কমান্ডিং ফ্ল্যাগ অফিসার উপস্থিত ছিলেন ৷
রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েক জানিয়েছেন, ভারতীয় নৌসেনায় বিমান স্কোয়াড্রন 323 অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এমকে 3 এয়ারক্র্যাফ্টের সংযুক্তি সমুদ্র পথে ভারতে নিরাপত্তাকে আরও মজবুত করল ৷ সেই সঙ্গে আত্মনির্ভর ভারতের উদ্দেশ্যকে আরও সুদৃঢ় করেছে ৷ অন্যদিকে, বিবৃতিতে বলা হয়েছে, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এমকে 3 তিনটি রাজ্যে কাজ করবে ৷ এই কপ্টারটি হিন্দুস্তান এরোনস্টিক লিমিটেড বা হ্যাল তৈরি করেছে ৷ এটি একটি মাল্টিরোল হেলিকপ্টার, যা শক্তি ইঞ্জিন দিয়ে তৈরি করা হয়েছে ৷