নয়াদিল্লি, 11 মার্চ: টেনিস থেকে সদ্য় অবসর নেওয়া সানিয়া মির্জার প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi congratulates Sania Mirza) ৷ সানিয়াকে পাঠানো এক চিঠিতে তিনি লিখেছেন, "আপনার শ্রেষ্ঠত্বে, বিশ্ব ভারতের ক্রীড়া দক্ষতার পরিচয় পেয়েছে ৷" শনিবার প্রধানমন্ত্রীর চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সানিয়া ৷ প্রধানমন্ত্রীকে ধন্যবাদও দিয়েছেন তিনি ৷
সম্প্রতি সানিয়া মির্জা টেনিস থেকে অবসর নিয়েছেন (Sania Mirza retirement) ৷ চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে শেষ গ্র্যান্ডস্ল্যাম প্রতিযোগিতা খেলেছেন সানিয়া ৷ তার আগে 2022 এর শেষে তিনি অবসরের ঘোষণা করেছিলেন ৷ তবে সম্প্রতি দুবাইতে একটি প্রতিযোগিতায় খেলে তিনি ব়্যাকেট তুলে রেখেছেন ৷ সানিয়া ভারতের সবচেয়ে সফল মহিলা টেনিস খেলোয়াড় ৷ ছ’টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ৷
সেই কারণেই প্রধানমন্ত্রী তাঁকে এই চিঠি লিখে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ৷ গত 9 মার্চের তারিখ দেওয়া চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, আগামী প্রজন্মের ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করার কাজ করেছেন সানিয়া ৷ তিনি লিখেছেন, ‘‘টেনিস প্রেমীদের জন্য এটা মেনে নেওয়া কঠিন হবে যে আপনি এখন থেকে পেশাদারভাবে খেলবেন না ৷ ... আপনার শ্রেষ্ঠত্বে, বিশ্ব ভারতের ক্রীড়া দক্ষতার এক ঝলক দেখেছে । আপনি যখন খেলা শুরু করেছিলেন, তখন ভারতের টেনিস ল্যান্ডস্কেপ খুব আলাদা ছিল । আপনি যা করেছেন, তা বোঝানোর জন্য যে আরও মহিলারা টেনিস খেলতে পারে এবং এতে পারদর্শী হতে পারে ।’’
তবে চিঠির একেবারে শুরুতে প্রধানমন্ত্রী লিখেছেন, "যখন আপনি 13 জানুয়ারি একটি 'লাইফ আপডেট' ঘোষণা করেছিলেন, আপনি আশ্চর্যজনকভাবে আপনার ছয় বছর বয়স থেকে পরবর্তী বছরগুলিতে বিশ্বমানের টেনিস খেলোয়াড় হওয়ার জন্য কোর্টের লড়াইয়ের কথা উল্লেখ করেন ৷ ভারতের জন্য পদক জেতা আপনার জন্য সবচেয়ে বড় সম্মানের বিষয় নিয়ে লিখেছেন । আমি বলতে পারি আপনি ভারতের গর্ব, যার সাফল্য প্রতিটি ভারতীয়ের হৃদয় ও মনকে পরম আনন্দে পূর্ণ করেছে ।" চিঠিতে তিনি আরও লেখেন, "আপনার সাফল্য আরও অনেক মহিলাকে শক্তি দিয়েছে যারা খেলাধুলোয় কেরিয়ার গড়তে চেয়েছিল ৷ কিন্তু কোনও না কোনও কারণে তা করতে দ্বিধা বোধ করেছিলেন ।"
সানিয়াও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন । সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, "এই ধরনের অনুপ্রেরণামূলক কথার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি ৷ আমি সর্বদা আমার সামর্থ্য অনুযায়ী আমাদের দেশের প্রতিনিধিত্ব করে অত্যন্ত গর্বিত হয়েছি এবং ভারতকে গর্বিত করার জন্য আমি যা করতে পারি, তা চালিয়ে যাব ৷ আপনার সমর্থনের জন্য ধন্যবাদ ৷”
প্রসঙ্গত, সানিয়া এখন ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন ৷ তাঁকে মেন্টর হিসেবে নিয়োগ করেছেন উইমেন্স প্রিমিয়ার লিগের দল ব়্যায়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রীও সানিয়াকে ভবিষ্যতের ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করার পরামর্শ দিয়েছেন ৷
আরও পড়ুন:সানিয়া যুগের সমাপ্তি ! দু'দশক কোর্ট মাতিয়ে সন্ন্যাসে ভারতের টেনিস সুন্দরী