পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

World Happiness Index 2022 : এগিয়ে পাকিস্তান, সুখী দেশের তালিকায় 136তম স্থানে ভারত - সুখী দেশের তালিকায় 136তম স্থানে ভারত

2021-এর চেয়ে এবার তিন ধাপ এগিয়েছে ভারত ৷ আগের বছর ভারত 139 নম্বর স্থানে ছিল ৷ কিন্তু 2013 সালের পর থেকে ভারতের স্থান এই তালিকায় ক্রমশ নিচের দিকে নেমেছে (India's rank in World Happiness Index-2022) ৷ সেই বছর ভারত 111 নম্বর স্থানে ছিল ৷

in world happiness index 2022 india rank 136th position
World Happiness Index 2022 : সুখী দেশের তালিকায় 136তম স্থানে ভারত

By

Published : Mar 19, 2022, 5:52 PM IST

কলকাতা, 19 মার্চ : ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্স-2022 এ ভারতের স্থান হল 136 নম্বরে (India ranked 136th in World Happiness Index-2022) ৷ রাষ্ট্রসঙ্ঘের পৃষ্ঠপোষকতায় প্রতিবছর কোন দেশ কতটা সুখী, তা নিয়ে তালিকা প্রকাশ করা হয় (World Happiness Index-2022) ৷ এবারও তালিকার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড ৷ এই নিয়ে টানা পাঁচ বছর ওই দেশই সবচেয়ে সুখী দেশ হিসেবে চিহ্নিত হল ৷ তালিকার সবচেয়ে শেষে রয়েছে আফগানিস্তান ৷ তারা বিশ্বের সবচেয়ে অসুখী দেশ ৷ তালিকায় তারা 146তম স্থানে রয়েছে ৷

অন্যদিকে চিন (72 নম্বরে), রাশিয়া (80 নম্বরে), নেপাল (84 নম্বরে), পাকিস্তান (121 নম্বরে), মায়ানমার (126 নম্বরে) ও শ্রীলঙ্কা (127 নম্বরে) ভারতের থেকে অনেক এগিয়ে রয়েছে ৷ এবার সুখী দেশের তালিকা প্রকাশের দশম বর্ষ ছিল (10th edition of World Happiness Index-2022) ৷ বিভিন্ন দেশের নাগরিকদের মূল্যায়ন এবং সামাজিক ও আর্থিক বিভিন্ন দিক থেকে এই তালিকা তৈরি করা হয় ৷

2022-এর তালিকা তৈরির সময় দেখা হয়েছে যে করোনায় মৃত্যুর কম সংখ্যা, সুখী, স্বাস্থ্যসম্মত ও দীর্ঘমেয়াদী জীবনযাপনের পরিবেশ তৈরি করতে সরকার ও নাগরিকদের একে অপেরর প্রতি বিশ্বাসের বিষয়টি ৷ সেই নিরিখে এবার ভারতের স্থান 136 নম্বরে ৷ তবে 2021-এর চেয়ে এবার তিন ধাপ এগিয়েছে ভারত ৷ আগেরবার 139 নম্বর স্থানে ছিল ৷ কিন্তু 2013 সালের পর থেকে ভারতের স্থান এই তালিকায় ক্রমশ নিচের দিকে নেমেছে (India's rank in World Happiness Index-2022) ৷ ওই বছর ভারত 111 নম্বর স্থানে ছিল ৷

আরও পড়ুন :India-Japan 14th Annual Summit : পাঁচ বছরে ভারতে 42 বিলিয়ন ডলার বিনিয়োগ, ঘোষণা করতে পারেন জাপানের প্রধানমন্ত্রী

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details