আমেদাবাদ, 19 নভেম্বর:আমেদাবাদে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ এবার সাক্ষী থাকল রাজনৈতিক বার্তার ৷ রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতেই ফাইনাল ম্যাচ চলাকালীন খেলার মাঠেই দাবি উঠল স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্রের ও সেখানে বোমা বর্ষণ বন্ধ করার ৷ এদিন ম্যাচ চলাকালীন 14 তম ওভারে 'ফ্রি প্যালেস্তাইন' লেখা সাদা টিশার্ট পড়ে মাঠে ঠুকে পড়েন এক যুবক ৷ তখন ব্যট করছিলেন বিরাট কোহলি ৷ তাঁর কাঁধেও হাত রাখতে দেখা যায় ওই যুবককে ৷ আকস্মিক ঘটনার জন্য কয়েক সেকেন্ড বন্ধ থাকে খেলা ৷ যখন এই ঘটনা ঘটে তখন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ ওই যুবককে পরে আটক করে পুলিশ ৷
সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, ওই যুবক দাবি করেছেন তাঁর নাম জন ৷ তিনি অস্ট্রেলিয়া থেকে এসেছেন ৷ যুবকটি জানিয়েছেন, তিনি বিরাট কোহলির সঙ্গে দেখা করতে মাঠে গিয়েছিলেন ৷ তিনি প্যালেস্তাইনের পক্ষে ৷
যুবকের পরণে যে টিশার্টটি ছিল তাতে সামনের দিকে লেখা ছিল, 'স্টপ বম্বিং প্যালেস্তাইন' ও পিছনের দিকে লেখা ছিল, 'ফ্রি প্যালেস্তাইন' ৷ যুবকটির মুখে ছিল প্যালেস্তাইনের পতাকার রঙে তৈরি কালো, সাদা, লাল, সবুজ মাস্ক ৷