পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Odisha : ওড়িশায় মাত্র দু’দিনে 242 শিশু করোনা আক্রান্ত - 242 জন বাচ্চার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ

ওড়িশায় দু’দিনে 242 জন বাচ্চার করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এল ৷ আর তার পরেই করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা আরও প্রকট হতে শুরু করেছে ৷ বিষয়টি সামনে আসতেই ওড়িশা সরকারের তরফে বাচ্চাদের প্রতি আরও যত্নশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে অভিভাবকদের ৷

in-two-days-242-childrens-are-covid-19-infected-in-odisha
Odisha : ওড়িশায় মাত্র দু’দিনে 242 জন বাচ্চা করোনা আক্রান্ত

By

Published : Aug 16, 2021, 2:41 PM IST

Updated : Aug 16, 2021, 3:55 PM IST

ভুবনেশ্বর, 16 অগস্ট : ওড়িশায় দু’দিনের মধ্যে 242 জন শিশুর শরীরে করোনা (Covid 19) ভাইরাসের সংক্রমণ ধরা পড়ল ৷ প্রথম দিনে 138 জন বাচ্চার শরীরে সংক্রমণ ধরা পড়েছে ৷ আর আজকের আসা রিপোর্ট অনুযায়ী, 104 জন অপ্রাপ্তবয়স্কদের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে ৷ আর এর মধ্যে প্রায় অধিকাংশের বয়স 9 থেকে 18 বছরের মধ্যে বলে জানিয়েছে ওড়িশা (Odisha) সরকার ৷ ডিএমইটি সিবিকে মোহান্তি এ নিয়ে জানিয়েছেন, শূন্য থেকে18 বছর বয়সীদের মধ্যে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে ৷ যা নিয়ে এখন থেকেই সতর্ক হওয়া জরুরি বলে জানিয়েছেন তিনি ৷

পিআইবি-র পেশ করা তথ্য অনুযায়ী, 2021 সালের জুলাই মাস পর্যন্ত দেশের প্রায় 12 শতাংশ বাচ্চার মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে ৷ সংক্রমণের তৃতীয় ঢেউ এভাবেই দেখা দিতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের পরে 18 বছরের উর্ধ্বে অনেকের ভ্যাকসিনেশন হয়ে গেছে ৷ ফলে বাচ্চাদের মধ্যে সংক্রমণের আশঙ্কাটা সবচেয়ে বেশি করে ভাবাচ্ছে চিকিৎসকদের ৷ আর তাই বাচ্চাদের নিরাপদে রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ৷

Odisha : ওড়িশায় মাত্র দু’দিনে 242 জন বাচ্চা করোনা আক্রান্ত

এই পরিস্থিতিতে ওড়িশায় মাত্র দু’দিনে 242 জন বাচ্চার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ায়, নতুন করে চিন্তা বেড়েছে প্রশাসনের ৷ আর তাই মা-বাবা এবং শিক্ষক-শিক্ষিকাদের বাচ্চাদের প্রতি আরও যত্নশীল হতে পরামর্শ দেওয়া হয়েছে ৷ বিশেষ করে পরিচ্ছন্নতার উপর বেশি করে নজরদারি করতে বলা হচ্ছে ৷ প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার পরেই চিকিৎসক মহলের তরফে সতর্ক করা হয়েছিল ৷ আইসিএমআর-এর তরফে জানানো হয়েছিল, আগামী অক্টোবর মাসে করোনার তৃতীয় ঢেউ হানা দিতে পারে ৷ আর সেখানে 18 বছরের নিচের বাচ্চাদের বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছিল আইসিএমআর ৷

আরও পড়ুন : West Bengal Covid Update : 4 দিন পর সাতশোর নিচে দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

এবার সেই আশঙ্কাকে কার্যত সত্যি করে ওড়িশায় মাত্র দু’দিন 242 জন বাচ্চার শরীরে সংক্রমণ ধরা পড়ল ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য প্রশাসনের তরফে অভিভাবকদের বাচ্চাদের প্রতি আরও যত্নশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷

Last Updated : Aug 16, 2021, 3:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details