ভুবনেশ্বর, 16 অগস্ট : ওড়িশায় দু’দিনের মধ্যে 242 জন শিশুর শরীরে করোনা (Covid 19) ভাইরাসের সংক্রমণ ধরা পড়ল ৷ প্রথম দিনে 138 জন বাচ্চার শরীরে সংক্রমণ ধরা পড়েছে ৷ আর আজকের আসা রিপোর্ট অনুযায়ী, 104 জন অপ্রাপ্তবয়স্কদের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে ৷ আর এর মধ্যে প্রায় অধিকাংশের বয়স 9 থেকে 18 বছরের মধ্যে বলে জানিয়েছে ওড়িশা (Odisha) সরকার ৷ ডিএমইটি সিবিকে মোহান্তি এ নিয়ে জানিয়েছেন, শূন্য থেকে18 বছর বয়সীদের মধ্যে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে ৷ যা নিয়ে এখন থেকেই সতর্ক হওয়া জরুরি বলে জানিয়েছেন তিনি ৷
পিআইবি-র পেশ করা তথ্য অনুযায়ী, 2021 সালের জুলাই মাস পর্যন্ত দেশের প্রায় 12 শতাংশ বাচ্চার মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে ৷ সংক্রমণের তৃতীয় ঢেউ এভাবেই দেখা দিতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের পরে 18 বছরের উর্ধ্বে অনেকের ভ্যাকসিনেশন হয়ে গেছে ৷ ফলে বাচ্চাদের মধ্যে সংক্রমণের আশঙ্কাটা সবচেয়ে বেশি করে ভাবাচ্ছে চিকিৎসকদের ৷ আর তাই বাচ্চাদের নিরাপদে রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ৷