নয়াদিল্লি, 3 জুন : সিবিএসই (CBSE) ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকদের একাংশের সঙ্গে বৈঠকে বসেছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ৷ বৈঠক চলছে ৷ এমন সময় আচমকা সেখানে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ হঠাত্ প্রধানমন্ত্রীকে সামনে দেখে স্তম্ভিত হয়ে যান উপস্থিত সবাই ৷ এরপর সেই বৈঠকে যোগ দেন মোদি ৷ বিভিন্ন বিষয় নিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলেন তিনি ৷
দিন দুই আগেই দেশের কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির এ বছরের পরীক্ষা বাতিল বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ 1 জুন সিবিএসই-সহ বিভিন্ন বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর, পীযূষ গোয়েল, স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধান, নির্মলা সীতারমন-সহ আরও অনেকে ৷ এ ছাড়াও স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের সচিবরাও ছিলেন বৈঠকে ৷