নয়াদিল্লি, 16 অক্টোবর: মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার বিস্ফোরক অভিযোগ এনেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে মহুয়ার লোকসভার অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখার আর্জিও জানিয়েছিলেন তিনি ৷ তাঁর সেই কথার রেশ ধরে সরব হয়েছেন কেন্দ্রীয় ইলেকট্রনিকস ও তথ্য-প্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর ৷ তাঁর মতে এটি, ভয়ানক প্রতারণা ৷ যদিও চুপ করে বসে নেই তৃণমূল সাংসদও ৷ তিনি এ বার অশ্বিনী বৈষ্ণবের কাছে সব সাংসদের লোকেশন ও লগইন-এর বিস্তারিত তথ্য প্রকাশ করার আর্জি জানালেন ৷
সোমবার নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) মহুয়া মৈত্র লিখেছেন, "সব সংসদ সদস্যের সমস্ত সংসদীয় কাজ পিএ, সহকারী, ইন্টার্ন ও বড় বড় দল করে থাকে । শ্রদ্ধেয় অশ্বিনী বৈষ্ণব, অনুগ্রহ করে সিডিআর-সহ সমস্ত সাংসদের অবস্থান এবং লগইন বিশদ বিবরণ প্রকাশ করুন ৷ লগইন করার জন্য কর্মীদের দেওয়া প্রশিক্ষণের তথ্য প্রকাশ করুন ।"
উল্লেখ্য, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে গতকাল অভিযোগ করেন যে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লোকসভায় বিতর্কিত প্রশ্ন করার জন্য ব্যবসায়ী দর্শন হিরানন্দানির থেকে ঘুষ নিয়েছিলেন ৷ নগদ এবং দামি উপহারের বিনিময় হয়েছিল তাঁদের মধ্যে। তৃণমূল সাংসদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত কমিটি গঠনের জন্য অধ্যক্ষের কাছে দাবিও জানান দুবে ৷ পাশাপাশি মহুয়াকে সংসদ থেকে অবিলম্বে বরখাস্ত করারও দাবি জানান তিনি ৷