আগরতলা, 18 জুন : আগরতলা প্রেস ক্লাবের অনুরোধে এবং ত্রিপুরা সরকারের উদ্যোগে 92 শতাংশ সংবাদিককে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ এখনও এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া জারি রয়েছে ত্রিপুরাতে ৷ তবে, শুধু ভ্যাকসিনেশন নয় ৷ প্রতিটি প্রিন্ট এবং বৈদ্যুতিন সংবাদমাধ্যমের অফিস নিয়মিত স্যানিটাইজ করানো হচ্ছে ৷ এমনটাই জানিয়েছেন ত্রিপুরা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার ৷
আগরতলা প্রেস ক্লাব, ত্রিপুরা সংবাদমাধ্যমের শীর্ষসংস্থা রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে এই বিশেষ ভ্যাকসিনেশন ক্যাম্প শুরু করেছে ৷ তবে, শুধু মাত্র আগরতলা নয় ৷ ত্রিপুরার অন্যান্য জেলাতেও এই ভ্যাকসিনেশনের বিশেষ ক্যাম্প গঠন করা হয়েছে ৷
প্রণব সরকার যিনি ভারতীয় সাংবাদিক ইউনিয়নের জাতীয় সম্পাদক ৷ তিনি জানিয়েছেন, অখনও পর্যন্ত ত্রিপুরাতে করোনায় আক্রান্ত হয়ে 2 জন সাংবাদিকের মৃত্যু হয়েছে ৷ সেই সঙ্গে 30 জন সাংবাদিক করোনা সংক্রমণের শিকার হয়েছিলেন ৷ তবে, ওই 30 জন সাংবাদিক সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন তিনি ৷ প্রণব সরকার আরও জানিয়েছেন, ত্রিপুরার সকল সাংবাদিককে ফেস মাস্ক, স্যানিটাইজার, পিপিই কিট এবং গ্লাভস দেওয়া হচ্ছে ৷ ত্রিপুরার 8টি জেলার সব সাংবাদিকের জন্য এই ব্যবস্থা করা হয়েছে ৷
আরও পড়ুন : KMC : কলকাতায় চালু হল আরও দুটি মেগা ভ্যাকসিনেশন সেন্টার
তিনি জানিয়েছেন, বাকি সাংবাদিকদের ভ্যাকসিনেশনের জন্য আগরতলা প্রেস ক্লাবে আরও একদিন বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে ৷ ত্রিপুরায় সাংবাদিকদের ভ্যাকসিনেশনের জন্য ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন আগরতলা প্রেস ক্লাবকে সহযোগিতা করছে ৷