পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mother With Daughter Corpse :মেয়ের মৃতদেহের সঙ্গে চারদিন কাটালেন মধ্যপ্রদেশের মহিলা - মেয়ের মৃতদেহের সঙ্গে চারদিন

মহিলার নাম নাগমা ৷ তাঁর মৃত মেয়ের নাম রূপা (30) ৷ সোমবার গোটা ঘটনা সামনে আসে (Mother spends 4 days with daughters corpse in Madhya Pradesh)

Mother With Daughter dead body
মেয়ের মৃতদেহের সঙ্গে চারদিন কাটালেন মধ্যপ্রদেশের মহিলা

By

Published : May 31, 2022, 10:42 PM IST

ভোপাল, 31 মে: বিচলিত করার মতো এক ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের মান্ডা শহরের হল্লাহল্লি লেক এলাকার নিউ তামিল কলোনি ৷ এখানে চারদিন ধরে মেয়ের মৃতদেহের সঙ্গে এক ঘরে নিজেকে বন্দি করে রেখেছিলেন এক মহিলা (Mother spends 4 days with daughters corpse in Madhya Pradesh) ৷ মহিলার নাম নাগমা ৷ তাঁর মৃত মেয়ের নাম রূপা (30) ৷ সোমবার গোটা ঘটনা সামনে আসে, তার আগে মেয়ের মৃত্যুর খবর চেপে যান ওই মহিলা ৷

মৃতদেহটি পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করায় বিষয়টি জানতে পারেন প্রতিবেশীরা ৷ তাঁরা প্রথমে ভেবেছিলেন কোনও ইঁদুর মারা গিয়েছে, কিন্তু পরে আসল ঘটনা জানা যায় ৷ প্রতিবেশীরা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই তাঁরা মা ও মেয়েকে দেখতে পাননি ৷ কিন্তু সোমবার ওই দুর্গন্ধের সূত্র ধরে তাঁদের সামনে আসল সত্য উদঘাটিত হয় ৷ মহিলার বাড়ির দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে দেখা যায়, নাগমা তাঁর মেয়ের মৃতদেহের সামনে বসে আছেন ৷ এরপরেই খবর দেওয়া হয় পুলিশে ৷

রূপা হোমগার্ড হিসেবে কর্মরত ছিলেন ৷ কিন্তু কয়েকমাস আগে তাঁকে কাজ থেকে বরখাস্ত করা হয় ৷ ক'দিন আগেই একটি চিঠিতে রূপা জানিয়েছিলেন তিনি ফের কাজে ফিরবেন ৷ 10 বছর আগে তাঁর বিয়ে হলেও, 5 বছর আগে তাঁর সঙ্গে স্বামীর বিচ্ছেদ হয়ে যায় ৷ তাঁর দুই সন্তানও রূপার সঙ্গে থাকত না ৷ স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি মায়ের সঙ্গে থাকতে শুরু করেন ৷

আরও পড়ুন : ‘তামাক মৃত্যুর কারণ’, শিল্পকর্মে বার্তা দিলেন সুদর্শন

স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন ধরে মদের নেশা করা শুরু করেছিলেন রূপা ও তাঁর মা নাগমা ৷ মাঝেমধ্যেই তাঁদের মধ্যে ঝামেলা, অশান্তি হতো ৷ রূপার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি, পুলিশ তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details