ভোপাল, 31 মে: বিচলিত করার মতো এক ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের মান্ডা শহরের হল্লাহল্লি লেক এলাকার নিউ তামিল কলোনি ৷ এখানে চারদিন ধরে মেয়ের মৃতদেহের সঙ্গে এক ঘরে নিজেকে বন্দি করে রেখেছিলেন এক মহিলা (Mother spends 4 days with daughters corpse in Madhya Pradesh) ৷ মহিলার নাম নাগমা ৷ তাঁর মৃত মেয়ের নাম রূপা (30) ৷ সোমবার গোটা ঘটনা সামনে আসে, তার আগে মেয়ের মৃত্যুর খবর চেপে যান ওই মহিলা ৷
মৃতদেহটি পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করায় বিষয়টি জানতে পারেন প্রতিবেশীরা ৷ তাঁরা প্রথমে ভেবেছিলেন কোনও ইঁদুর মারা গিয়েছে, কিন্তু পরে আসল ঘটনা জানা যায় ৷ প্রতিবেশীরা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই তাঁরা মা ও মেয়েকে দেখতে পাননি ৷ কিন্তু সোমবার ওই দুর্গন্ধের সূত্র ধরে তাঁদের সামনে আসল সত্য উদঘাটিত হয় ৷ মহিলার বাড়ির দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে দেখা যায়, নাগমা তাঁর মেয়ের মৃতদেহের সামনে বসে আছেন ৷ এরপরেই খবর দেওয়া হয় পুলিশে ৷