প্রতাপগড় (রাজস্থান), 2 সেপ্টেম্বর: রাজস্থানের প্রতাপগড়ে আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে হাটানোর একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োর সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, মহিলার বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ির মধ্যে বিবাদ ছিল ৷ অভিযোগ তার জেরে ওই মহিলাকে বিবস্ত্র করে অত্যাচার চালায় শ্বশুর বাড়ির লোকজন ৷ এই ঘটনায় মহিলার স্বামী-সহ মোট 3 জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ ৷ তবে, আরও 5 অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷ তবে, ঘটনার 2 দিন পেরিয়ে যাওয়ার পর পুলিশ ব্যবস্থা না নেওয়ায়, ক্ষোভপ্রকাশ করেছে জাতীয় মহিলা কমিশন ৷ তারা আগামী 5 দিনের মধ্যে এই ঘটনা প্রসঙ্গে পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে ৷
রাজস্থান পুলিশের ডিজি উমেশ মিশ্র জানিয়েছেন, প্রতাপগড় জেলার ধারিয়াবাদ থানা এলাকা এক মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷ এই ঘটনায় নির্যাতিতা এবং অভিযুক্ত উভয়ই আদিবাসী বলে জানিয়েছে পুলিশ ৷ নির্যাতিতা মহিলার স্বামী-সহ শ্বশুর বাড়ির মোট 8 জন এই ঘটনা জড়িত বলে অভিযোগ ৷ এই ঘটনার নিন্দায় গতকাল রাতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত একটি টুইট করেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, সভ্য সমাজে এমন অপরাধীদের কোনও স্থান নেই ৷ দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হবে ৷ পাশাপাশি, ফাস্ট ট্র্যাক আদালতে এই ঘটনার বিচার হবে বলে আশ্বাস দিয়েছেন গেহলত ৷
গতকালই ডিজি উমেশ মিশ্রর নির্দেশে এডিজি ক্রাইম দীনেশ এমনএন-এর নেতৃত্বে একটি দল প্রতাপগড় রওনা দিয়েছিল ৷ আজ ভোররাতে এডিজি ক্রাইমের নেতৃত্ব পুলিশ সুপার এবং স্থানীয় ধারিয়াবাদ থানার আধিকারিকদের একটি দল গ্রামে হানা দেয় ৷ জানা গিয়েছে, পুলিশকে আসতে দেখে পালানোর চেষ্টা করে মহিলার স্বামী এবং তাঁর আরও দুই সঙ্গী ৷ তাদের ধাওয়া করে পুলিশ ধরে ফেলে ৷ তবে, পালাতে গিয়ে আহত হয়েছেন অভিযুক্তরা ৷ প্রত্যেককে স্থানীয় হাসপাতালে পুলিশি নজরদারিতে চিকিৎসা করানো হচ্ছে ৷
আরও পড়ুন:দলিত মহিলাকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ, পেট্রল ঢেলে পোড়ানোর চেষ্টা