পশ্চিমবঙ্গ

west bengal

Jammu and Kashmir Pollution: জম্মু ও কাশ্মীরে প্রতি বছর পারিবারিক দূষণের কারণে মৃত্যু হয় 3000+ জনের

By

Published : Dec 13, 2022, 11:31 AM IST

Updated : Dec 13, 2022, 1:02 PM IST

জম্মু ও কাশ্মীরে প্রতি বছর পারিবারিক দূষণের কারণে মৃত্যু হয় 3000-এরও বেশি মানুষের (Jammu and Kashmir Pollution)৷ কাঠ, পাতা, গোবর, কেরোসিনের ব্যবহারের কারণে গৃহস্থালির দূষণ (Household pollution) বাড়ে বলে মত বিশেষজ্ঞদের (Air Pollution)৷

In Jammu and Kashmir more than 3000 people die every year due to household pollution
জম্মু ও কাশ্মীরে প্রতি বছর পারিবারিক দূষণের কারণে মৃত্যু হয় 3000+ জনের

শ্রীনগর, 13 ডিসেম্বর: জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir Pollution) পারিবারিক কারণে হওয়া দূষণে প্রতি বছর 3,000-এরও বেশি মানুষের মৃত্যু হয় । ফুসফুসের রোগ নিয়ে 2017 সালের একটি গবেষণায় বলা হয়েছে যে, জম্মু ও কাশ্মীরে প্রতি বছর 10,497 জন লোক দূষণের কারণে মারা যান ৷ যার মধ্যে বায়ু দূষণের কারণে 5,822 জনের এবং পারিবারিক দূষণের কারণে 3,457 জনের মৃত্যু হয় । বিশেষজ্ঞদের মতে, কাঠ, পাতা, গোবর ও অন্যান্য জিনিস পোড়ানোর ফলে গৃহস্থালিতে দূষণ সৃষ্টি হয় (Air Pollution)। এছাড়াও কেরোসিন তেল দিয়ে জ্বালানি ও অন্যান্য যন্ত্রপাতির ব্যবহারের জন্যও বায়ু দূষণ হয় (Household pollution)৷

অন্যদিকে, কাশ্মীর উপত্যকায় শীতকালে বিশেষ উপায়ে স্নানের কারণে দূষণ তৈরি হয় ৷ যার ফলস্বরূপ বহু মানুষ বিভিন্ন রোগে মারা যান । সেগুলিতে কয়লা, কেরোসিন এবং কাঠের ব্যবহার করা হয় । দূষণের কারণে ফুসফুসের রোগ বেশি হয় । আর ভূস্বর্গে ঘরোয়া দূষণের কারণে মানুষজন হাঁপানি, ফুসফুসের ক্যান্সার এবং স্তনের রোগে আক্রান্ত হন ।

আরও পড়ুন:বরফের চাদরে ঢাকল ভূ-স্বর্গ, দেখুন ভিডিয়ো...

উল্লেখ্য, সম্প্রতি এটাও প্রকাশ পেয়েছে যে, জম্মু ও কাশ্মীরে বায়ু দূষণের কারণে সৃষ্ট রোগের কারণে প্রতি বছর 10 হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান । সমীক্ষায় দেখা গিয়েছে, শ্রীনগর বিশ্বের 50টি সবচেয়ে দূষিত শহরের তালিকায় অন্তর্ভুক্ত এবং এখানে পরিবেশ দূষণের প্রধান কারণগুলি হল ইট ভাটা, সিমেন্ট কারখানা, যানবাহনের অত্যধিক ব্যবহার, রাস্তার জরাজীর্ণ অবস্থা, অনুপযুক্ত নিষ্কাশন ব্যবস্থা এবং গৃহস্থালির বর্জ্য ও ধোঁয়া ৷

Last Updated : Dec 13, 2022, 1:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details