শ্রীনগর, 13 ডিসেম্বর: জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir Pollution) পারিবারিক কারণে হওয়া দূষণে প্রতি বছর 3,000-এরও বেশি মানুষের মৃত্যু হয় । ফুসফুসের রোগ নিয়ে 2017 সালের একটি গবেষণায় বলা হয়েছে যে, জম্মু ও কাশ্মীরে প্রতি বছর 10,497 জন লোক দূষণের কারণে মারা যান ৷ যার মধ্যে বায়ু দূষণের কারণে 5,822 জনের এবং পারিবারিক দূষণের কারণে 3,457 জনের মৃত্যু হয় । বিশেষজ্ঞদের মতে, কাঠ, পাতা, গোবর ও অন্যান্য জিনিস পোড়ানোর ফলে গৃহস্থালিতে দূষণ সৃষ্টি হয় (Air Pollution)। এছাড়াও কেরোসিন তেল দিয়ে জ্বালানি ও অন্যান্য যন্ত্রপাতির ব্যবহারের জন্যও বায়ু দূষণ হয় (Household pollution)৷
অন্যদিকে, কাশ্মীর উপত্যকায় শীতকালে বিশেষ উপায়ে স্নানের কারণে দূষণ তৈরি হয় ৷ যার ফলস্বরূপ বহু মানুষ বিভিন্ন রোগে মারা যান । সেগুলিতে কয়লা, কেরোসিন এবং কাঠের ব্যবহার করা হয় । দূষণের কারণে ফুসফুসের রোগ বেশি হয় । আর ভূস্বর্গে ঘরোয়া দূষণের কারণে মানুষজন হাঁপানি, ফুসফুসের ক্যান্সার এবং স্তনের রোগে আক্রান্ত হন ।