পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অধীর-কংগ্রেস-কৃষক আন্দোলন ; সংসদে জবাবি ভাষণে ক্ষুরধার মোদি

প্রধানমন্ত্রী কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরির অভিযোগের জবাব দেন ৷ কটাক্ষের সুরে বলেন, ‘‘ আমি আপনাকে সম্মান করি ৷ আমি বলে দিচ্ছি, বাংলাতেও টিএমসির থেকে আপনি বেশি প্রচার পাবেন ৷’’

By

Published : Feb 10, 2021, 10:55 PM IST

সংসদে মোদির জবাবি ভাষণ
সংসদে মোদির জবাবি ভাষণ

দিল্লি, 10 ফেব্রুয়ারি : সংসদে জবাবি ভাষণে একাধিক ইশুতে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কৃষি আইন থেকে শুরু করে অধীর চৌধুরিকে জবাব । এমনকী প্রধানমন্ত্রীর কণ্ঠে উঠে এল প্রতিবাদ কর্মসূচির নতুনত্ব ধরন সম্পর্কেও ৷ প্রধানমন্ত্রী প্রথমেই কৃষি আইন নিয়ে কংগ্রেসের সমালোচনা করেন ৷ বলেন, ‘‘কংগ্রেস পার্টি, কৃষি আইনের রং নিয়ে আলোচনা করেছে ৷ তবে ভালো হত যদি ওরা এই আইনের সম্পর্কে আলোচনা করতেন ৷ ভালো হত যদি এই আইনের প্রতিটি ধারা নিয়ে তাঁরা আলোচনা করতেন ৷’’

এরপরই প্রধানমন্ত্রী কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরির অভিযোগের জবাব দেন ৷ কটাক্ষের সুরে বলেন, ‘‘ আমি আপনাকে সম্মান করি ৷ আমি বলে দিচ্ছি, বাংলাতেও টিএমসির থেকে আপনি বেশি প্রচার পাবেন ৷’’ তিনি আরও বলেন,‘‘ অধীররঞ্জনজি আপনাকে আমি এত সম্মান করি ৷ আপনি এমন কেন করছেন ৷’’

সংসদে মোদির জবাবি ভাষণ

আরও পড়ুন : লোকসভায় মোদির মুখে পূর্ব ভারতের উন্নয়ন, বঙ্গ-ভোটই কি কারণ ?

প্রতিবাদের ধরন নিয়েও মোদির মুখে আক্ষেপ শোনা যায় ৷ সংসদে বলেন, ‘‘যাঁরা আন্দোলন করেন, তাঁরা এমন পদ্ধতি অবলম্বন করেন না ৷ যাঁরা আন্দোলনজীবী হয় তাঁরাই এই ধরনের পদ্ধতি অবলম্বন করেন ৷ যেটা হওয়ার নয় তার ভয় তৈরি করে দেশবাসীকে সমস্যায় ফেলেন তাঁরা ৷ সুপ্রিম কোর্টের কোনও নির্ণয় নিয়েও এরা ঝামেলা করে ৷’’

ABOUT THE AUTHOR

...view details