পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

G20 Summit in Delhi: ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডরের ঘোষণা জি20'র মঞ্চে, স্বপ্নের প্রকল্প বললেন মোদি - অর্থনৈতিক করিডর

India-Middle East-Europe Economic Corridor: জি20 সম্মেলনের ফাঁকেই শনিবার ঘোষণা হয়েছে নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক প্রকল্পের ৷ এই প্রকল্পে ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত যাবে রেলপথ ৷ যুক্ত হবে জলপথও ৷

ETV Bharat
ছবি সৌজন্যে এক্স

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 8:03 PM IST

Updated : Sep 9, 2023, 8:34 PM IST

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ! শনিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে জি20 সম্মেলনের ফাঁকে এই মেগা আর্থিক করিডর নির্মাণের ঘোষণা হয়ে গেল ৷ জল ও রেলপথ সম্বলিত এই আন্তর্জাতিক আর্থিক করিডরকে 'প্রেরণা ও স্বপ্নের প্রকল্প' বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই আন্তর্জাতিক প্রকল্পে ভারতের সঙ্গী হয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, ইটালি, জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র ৷

এদিন এই মেগা আন্তর্জাতিক প্রকল্পের ঘোষণা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "আজ আমরা এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সহযোগিতায় পৌঁছতে পেরেছি ৷ মানবসভ্যতার উন্নয়নের স্বার্থে এই শক্তিশালী পরিকাঠামো নির্ভর প্রকল্প গড়ে উঠবে ৷ এই বিষয়টিতে ভারত সর্বাধিক গুরুত্ব দিয়েছে ৷ আমরা বিশ্বাস করি বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ শুধুমাত্র ব্যবসারই উন্নতি ঘটায় না বরং তাদের মধযে বিশ্বাসও গড়ে তোলে ৷ আঞ্চলিক অখণ্ডতা ও সারাবভৌমত্ব, সব দেশকে সম্মানের স্বার্থে এই যোগাযোগ গুরুত্বপূর্ণ ৷" এই মেগা অর্থনৈতিক করিড়র ভারত, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে আর্থিক যোগাযোগকে আরও দৃঢ় করবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

প্রধানমন্ত্রী মোদির কথায়, এই অর্থনৈতিক করিডর বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও বোঝাপড়া আরও বাড়াবে ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই প্রকল্পকে 'বড় সমঝোতা' বলে উল্লেখ করেছেন ৷ এদিন তিনি বলেন, "আমি প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাতে চাই ৷ এবারের জি20 সম্মেলনের লক্ষ্য ছিল এক পৃথিবী, এক পরিবার ও এক পরিবার ৷ সেই লক্ষ্যে এই প্রকল্প উল্লেখযোগ্য ৷" এই অর্থনৈতিক করিডরের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলির মধ্যে যে গত এক বছর ধরে আলোচনা চলছিল তাও জানিয়েছেন বাইডেন ৷

আরও পড়ুন: জি20'র যৌথ ঘোষণাপত্রে সহমত রাষ্ট্রনেতারা, বড় কূটনৈতিক সাফল্য ভারতের

ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়ের ম্যাক্রঁর এই প্রকল্পে বড় বিনিয়োগের কথা জানিয়েছেন ৷ তিনি মার্কিন প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এই প্রকল্পের ঘোষণার জন্য ৷ এই প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ৷ এই প্রকল্পকে বিশ্বের প্রথম আন্তর্জাতিক সবুজ বাণিজ্য করিডর বলে উল্লেখ করেন তিনি ৷ সৌদি আরবের রাজা মহম্মদ বিন সালমানও এই প্রকল্প নিয়ে আশা প্রকাশ করেছেন ৷

আরও পড়ুন: 'এটা যুদ্ধের সময় নয়', জি20 নয়াদিল্লি ঘোষণাপত্রে স্থান পেল ইউক্রেন সমস্যা

একইসঙ্গে এদিন জি20 সম্মেলনের ফাঁকেই আত্মপ্রকাশ করেছে নতুন আন্তর্জাতিক মঞ্চ 'গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্স' ৷ শক্তিক্ষেত্রে পরিবেশ বান্ধব সবুজ জ্বালানি ব্যবহারকে এগিয়ে নিয়ে যেতে তৈরি হয়েছে এই গোষ্ঠী ৷ এই গোষ্ঠীর সদস্য হল ভারত, আর্জেন্টিনা, বাংলাদেশ, ব্রাজিল, ইটালি, মরিশাস, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহী ও মার্কিন যুক্তরাষ্ট্র ৷ কানাডা ও সিঙ্গাপুর এই গোষ্ঠীতে পর্যবেক্ষক দেশ হিসাবে রয়েছে ৷ জি20 গোষ্ঠীভুক্ত অন্যান্য দেশগুলিকে এই মঞ্চের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

(পিটিআই)

Last Updated : Sep 9, 2023, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details