নিউদিল্লি, 1 জুন : প্যানডেমিক পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার বিশেষ "ফ্যামিলি পেনশন" (Family Pension) চালু করেছে ৷ পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট (DoP&PW) সেই নিয়মের কিছু সরলীকরণ করেছে, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ৷ সংশোধিত ফ্যামিলি পেনশনে কী কী বিশেষ ব্যবস্থা রয়েছে ?
জরুরি ভিত্তিতে সঙ্গে সঙ্গে ফ্যামিলি পেনশনের ছাড়পত্র দেওয়া
এই প্যানডেমিক পরিস্থিতিতে কোভিডেই মৃত্যু হোক বা অন্য কোনও কারণে, প্রয়োজনীয় ডেথ সার্টিফিকেট (death certificate) দেখালে এই অস্থায়ী ফ্যামিলি পেনশনের সুবিধা পাবে পরিবার ৷ মৃতের পরিবার দাবি জানালে সঙ্গে সঙ্গে তা দেওয়ার ব্যবস্থা করা হবে, পিএও (PAO)-র কাছে পাঠাবার দরকার নেই ৷
আরও পড়ুন : 2020-21 অর্থবর্ষে দেশে আর্থিক বৃদ্ধির হার নিম্নমুখী, বলছে NSO-র তথ্য
ফ্যামিলি পেনশনের নিয়ম