ইছাপুর, 13 ডিসেম্বর : স্বাধীনতার 75 তম অমৃত মহোৎসবের কথা মাথায় রেখে 5 দিনের জন্য খুলে দেওয়া হল ইছাপুর রাইফেল এবং মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরির তৈরি সংগ্রহশালা (Special Exhibition opens in Ichapur Gun factory to celebrate the 75 th aniversery of Independence ) । 75 তম স্বাধীনতা দিবসের অমৃত মহোৎসব পালন হচ্ছে দেশজুড়ে । এই অমৃত মহোৎসব উপলক্ষে দেশের 75 টি জায়গায় এই ধরনের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে । সোমবার থেকে আগামী 5 দিন চলবে এই প্রদর্শনী । বাংলার ক্ষেত্রে এই প্রদর্শনী আয়োজিত হয়েছে ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে ।
সমস্ত স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত খোলা থাকবে । ইছাপুর রাইফেল ফ্যাক্টারির জেনারেল ম্যানেজার পি কে বেহেরা জানান, 75 তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত সরকারের নির্দেশে এই শিক্ষামূলক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে । এখানে আজ পর্যন্ত রাইফেল ফ্যাক্টরিতে তৈরি সমস্ত রকম আগ্নেয়াস্ত্র, সমরাস্ত্র-সহ বিভিন্ন রকম অস্ত্রশস্ত্রের সম্ভার খুলে দেওয়া হয়েছে । আজ বিকেল 3 টে 15 মিনিটে ভার্চুয়ালি এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ।