পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Special Exhibition in Ichhapur Gun factory : স্বাধীনতার 75 তম অমৃত মহোৎসবে বিশেষ প্রদর্শনী ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে - Special Exhibition in Ichhapur Gun factory

স্বাধীনতার 75 তম অমৃত মহোৎসবের কথা মাথায় রেখে 5 দিনের জন্য খুলে দেওয়া হল ইছাপুর রাইফেল এবং মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরির তৈরি বিশেষ সংগ্রহশালা (Special Exhibition opens in Ichhapur Gun factory to celebrate the 75 th aniversery of Independence ) ।

Special Exhibition
75 তম স্বাধীনতা দিবসের অমৃত মহোৎসব

By

Published : Dec 13, 2021, 10:54 PM IST

Updated : Dec 15, 2021, 4:46 PM IST

ইছাপুর, 13 ডিসেম্বর : স্বাধীনতার 75 তম অমৃত মহোৎসবের কথা মাথায় রেখে 5 দিনের জন্য খুলে দেওয়া হল ইছাপুর রাইফেল এবং মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরির তৈরি সংগ্রহশালা (Special Exhibition opens in Ichapur Gun factory to celebrate the 75 th aniversery of Independence ) । 75 তম স্বাধীনতা দিবসের অমৃত মহোৎসব পালন হচ্ছে দেশজুড়ে । এই অমৃত মহোৎসব উপলক্ষে দেশের 75 টি জায়গায় এই ধরনের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে । সোমবার থেকে আগামী 5 দিন চলবে এই প্রদর্শনী । বাংলার ক্ষেত্রে এই প্রদর্শনী আয়োজিত হয়েছে ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে ।

সমস্ত স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত খোলা থাকবে । ইছাপুর রাইফেল ফ্যাক্টারির জেনারেল ম্যানেজার পি কে বেহেরা জানান, 75 তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত সরকারের নির্দেশে এই শিক্ষামূলক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে । এখানে আজ পর্যন্ত রাইফেল ফ্যাক্টরিতে তৈরি সমস্ত রকম আগ্নেয়াস্ত্র, সমরাস্ত্র-সহ বিভিন্ন রকম অস্ত্রশস্ত্রের সম্ভার খুলে দেওয়া হয়েছে । আজ বিকেল 3 টে 15 মিনিটে ভার্চুয়ালি এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ।

বিশেষ প্রদর্শনী ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে

আরও পড়ুুন : স্বর্ণিম বিজয় বর্ষ, হিলিতে মুক্তিযুদ্ধে শহিদ ভারতীয় জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য

মেটাল এন্ড স্টিল ফ্যাক্টরির এজিএম রোহিত দেব বর্মণ বলেন, "অমৃত মহোৎসবের এই প্রদর্শনীতে আজ পর্যন্ত আমাদের তৈরি করা সমস্ত আগ্নেয়াস্ত্র ও সমরাস্ত্র রাখা হয়েছে । যদিও আমরা মূলত আগ্নেয়াস্ত্র ও সমরাস্ত্রে ব্যবহৃত যন্ত্রাংশ তৈরি করি । তবে সেগুলি আধুনিক ও উন্নত প্রযুক্তির । আমাদের তৈরি জিনিসপত্র মানুষের সামনে তুলে ধরাটাই আমাদের এই প্রদর্শনীর লক্ষ্য । ছাত্র-ছাত্রীরা এখানে এসে খুবই উচ্ছ্বসিত। প্রাত্যহিক জীবনে তারা মোবাইলে বা খেলতে গিয়ে এই সব আগ্নেয়াস্ত্র সমরাস্ত্র দেখেছে । আজকে সেগুলি তারা স্বচক্ষে দেখল । ঐতিহাসিক পুরাতন যে অস্ত্রশস্ত্রগুলি আগে ব্যবহৃত হত সেগুলোও তারা দেখতে পেল। এই প্রদর্শনীশালায় এসে তারা খুবই খুশি।"

Last Updated : Dec 15, 2021, 4:46 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details