পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Cattle Smuggling case: গরু পাচার মামলায় জামিনের আবেদন অনুব্রতর, সিবিআই-কে জবাব তলব সুপ্রিম কোর্টের - জামিনের আবেদন সুপ্রিম কোর্টের

গরুপাচার মামলায় গত 14 মাস ধরে জেলে রয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷ তাঁর জামিনের আবেদনের প্রেক্ষিতে সোমবার সিবিআই-কে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট ৷

Etv Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 6:27 PM IST

নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর:গরু পাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে ধৃত অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের প্রেক্ষিতে এবার সিবিআই-কে জবাব তলব করল সুপ্রিম কোর্ট ৷ বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বেলা এম ত্রিবেদী এর ডিভিশন বেঞ্চ সোমবার সিবিআইকে এই নির্দেশ দিয়েছে ৷ আগামী 2 সপ্তাহের মধ্যে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কেন্দ্রীয় গোয়ান্দা সংস্থাকে ৷ এর আগে জানুয়ারি মাসে অনুব্রতর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷

সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছেন গরু পাচার মামলায় ধৃত বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল ৷ এদিন অনুব্রতর হয়ে জামিনের আবেদনের শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন তাঁর আইনজীবী মুকুল রোহাতগি ৷ তিনি সুপ্রিম কোর্টকে জানান, গত 14 মাস ধরে জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল, এই মামলায় এখনও পর্যন্ত 5টি চার্জশিট জমা দেওয়া হয়েছে ৷ এই গরু পাচার মামলায় মূল অভিযুক্তকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ ৷ তাই অনুব্রতকেও জামিন দেওয়া উচিত ৷ এর প্রেক্ষিতে সিবিআই-কে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট ৷

আরও পড়ুন:গরুপাচার মামলার সব নথি দিল্লি নিয়ে গেল ইডি

এর আগে কলকাতা হাইকোর্ট অনুব্রতর জামিনের আবেদন খারিজ করেছিল ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন চেয়ে দেশের শীর্ষ আদালতে আবেদন করেছেন কেষ্ট ৷ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গরু পাচার মামলায় গত বছর তাকে গ্রেফতার করে সিবিআই ৷ এরপর কলকাতা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছিলেন অনুব্রত ৷ কিন্তু, প্রভাবশালী ব্যক্তি ও সাক্ষীদের ভয় দেখাতে পারেন এই যুক্তিতে তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট ৷ এই গরু পাচারের বিষয়টি দেশের নিরাপত্তা ও আঅর্থনাতির সঙ্গে যুক্ত বলেও জানিয়েছিল হাইকোর্ট ৷ গরু পাচার মামলায়, অনুব্রত মণ্ডল বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি ৷

ABOUT THE AUTHOR

...view details