পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

WhatsApp India : অগস্টেই ভারতে 20 লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, জানাল হোয়াটসঅ্যাপ

জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটির তরফে আরও জানানো হয়েছে,অগস্টে ই-মেল মারফত ভারত থেকে তারা মোট 420টি অভিযোগ পেয়েছিল, তার মধ্যে 41টি ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

in-august-in-india-whatsapp-banned-20-dot-7-lakh-accounts
অগস্টেই ভারতে 20 লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে

By

Published : Oct 2, 2021, 9:18 AM IST

নয়াদিল্লি, 2 অক্টোবর : কেন্দ্রের আনা নয়া তথ্য-প্রযুক্তি আইনের ভিত্তিতে শুধুমাত্র অগস্ট মাসেই ভারতে বন্ধ হয়েছে 20.7 লক্ষ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ৷ এমনই জানিয়েছে ফেসবুক অধীকৃত জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটির কর্তৃপক্ষ ৷

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, 1 অগস্ট থেকে 31 অগস্টের মধ্যে এই অ্যাকাউন্টগুলি বন্ধ করা হয়েছে ৷ কেন্দ্রের নয়া তথ্য প্রযুক্তি আইন 2021 এর ধারা প্রয়োগ করেই যে এই অ্যাকাউন্টগুলি বন্ধ করা হয়েছে তাও স্পষ্ট করে দিয়েছে হোয়াটসঅ্যাপ ৷ জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটির তরফে আরও জানানো হয়েছে , অগস্টে ই-মেল মারফত ভারত থেকে তারা মোট 420টি অভিযোগ পেয়েছিল, তার মধ্যে 41টি ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন :লটারির পুরস্কার প্রদানের নামে হোয়াটসঅ্যাপ হ্যাক

ভারত থেকে কী কী অভিযোগ জমা পড়েছে ও অ্যাপটির অপব্যবহার রুখতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার যাবতীয তথ্যও প্রকেশ করেছে ফেসবুক অধীকৃত এই সংস্থাটি ৷ গত 16 জুন থেকে 31 জুলাইয়ের মধ্যে ভারতে আরও 30.2 লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলেও জানিয়েছে হোয়াটসঅ্যাপ ৷ ভুয়ো ও বিদ্বেষমূলক বার্তা পাঠানোর অভিযোগে ভারতে প্রায় 20 লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করে হয়েছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ ৷ এই মাধ্যমটি ব্যবহার করে যাতে কোনও রকম ভুল বা বিদ্বেষমূলক বার্তা পাঠানো না হয় সেই বিষয়টিকে তাঁরা গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন হোয়াটসঅ্যাপের আধিকারিকরা ৷

ABOUT THE AUTHOR

...view details