নয়াদিল্লি, 18 নভেম্বর: প্রতিরক্ষা ক্ষেত্রে মর্যাদাপূর্ণ পরীক্ষা পাশ করলেন ছ'জন মহিলা আধিকারিক ৷ এমন ঘটনা ভারতে প্রথম ৷ ডিফেন্স সার্ভিসেস স্টাফ কোর্স (Defence Services staff course) এবং ডিফেন্স সার্ভিসেস টেকনিক্যাল স্টাফ কোর্সে (Defence Services technical staff course) সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন 6 মহিলা আধিকারিক ৷ প্রতি বছর সেপ্টেম্বর মাসে এই পরীক্ষা হয় ৷ বৃহস্পতিবার ফলাফলের কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক ৷ শুধু তাই নয়, সেনাবাহিনীর দম্পতি অর্থাৎ পুরুষ সেনা আধিকারিক ও তাঁর স্ত্রী- দু'জনেই এবার ডিএসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৷ ভারতীয় সেনাবাহিনীতে এমন ঘটনা এই প্রথম ৷
6 জনের মধ্যে 4 জন তামিলনাড়ুর ওয়েলিংটনে এক বছরের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে প্রশিক্ষণ নেবেন ৷ তাঁদের সঙ্গে পুরুষ আধিকারিকরাও থাকবেন বলে জানা গিয়েছে৷ মহিলা আধিকারিকরা সামরিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ পাবেন ৷ পাশাপাশি কীভাবে কর্মী নিয়োগ হবে, তার প্রশাসনিক দিক সম্পর্কেও জানতে পারবেন ৷ সূত্রের খবর, এই স্টাফ কোর্স কম্যান্ড নিয়োগের ক্ষেত্রে মর্যাদাপূর্ণ এবং প্রয়োজনীয় ৷