নয়াদিল্লি, 10 জানুয়ারি: লিঙ্গসাম্য এবং নারীদের ক্ষমতায়নকে তুলে ধরতে অনন্য পদক্ষেপ ৷ এই প্রথম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে দিল্লি পুলিশের হয়ে অংশ নেবেন শুধুই মহিলা কর্মীরা ৷
26 জানুয়ারি 75তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ হবে কর্তব্য পথে ৷ সেখানেই দিল্লি পুলিশের হয়ে হাঁটতে দেখা যাবে শুধু মহিলা কর্মীদের ৷ আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, কুচকাওয়াজে অংশ নেওয়া মহিলাদের মধ্যে 80 শতাংশই উত্তর-পূর্বের রাজ্যগুলির বাসিন্দা । এমনটাই মঙ্গলবার দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে ৷
দিল্লি পুলিশ আরও জানিয়েছে, পুলিশ এবং উত্তর-পূর্বাঞ্চলের মানুষের মধ্যে ব্যবধান কমাতে উত্তর-পূর্বের আটটি রাজ্য থেকে কর্মী নিয়োগ করার নীতি রয়েছে । আইপিএস অফিসার শ্বেতা কে সুগাথান 194 জন মহিলা হেড কনস্টেবল এবং কনস্টেবলদের মার্চিং দলের নেতৃত্ব দেবেন বলে এক অফিসার জানিয়েছেন । তাঁর কথায়, কুচকাওয়াজে অংশগ্রহণকারীরা প্রতিদিন কর্তব্য পথে অনুশীলন করছেন ৷ বিশেষ পুলিশ কমিশনার (সশস্ত্র পুলিশ) রবিন হিবু বলেন, "অংশগ্রহণকারীরা সকলে প্রথমবার কুচকাওয়াজে অংশ নিচ্ছেন এবং খুব উত্তেজিত তাঁরা । আমাদের বাহিনীর সশস্ত্র ইউনিট থেকে মার্চিং কন্টিনজেন্ট বাছাই করা হয়েছে এবং তাঁদের বেশিরভাগই উত্তর-পূর্বের রাজ্যের ৷ তাঁরা দিল্লি পুলিশে উত্তর-পূর্বের জনগণকে প্রতিনিধিত্ব করবে ।"
হিবুর বক্তব্য, দিল্লি পুলিশের মুকুটে এ বছর নতুন পালক যুক্ত হয়েছে ৷ কারণ মহিলাদের পাইপ ব্যান্ডের নেতৃত্ব দেবেন একজন মহিলা অফিসার ৷ তিনি হলেন কনস্টেবল রুয়াংগুনু কেনসে । 135 জন হেড কনস্টেবল এবং কনস্টেবল নিয়ে গঠিত এই ব্যান্ডটি দিল্লি পুলিশের থিম সং বাজাবে । গত বছর সাধারণতন্ত্র দিবসের প্যারেডে মহিলাদের পাইপ ব্যান্ড অংশ নিয়েছিল ৷ তবে এটির নেতৃত্বে ছিলেন পুরুষ ইন্সপেক্টর রাজেন্দ্র সিং ।
দিল্লি পুলিশের অন্য এক আধিকারিক বলেছেন, "কুচকাওয়াজের মহিলা মার্চিং দল অংশ নেওয়ায় অবশ্যই প্যারেডটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে । প্রতিরক্ষা মন্ত্রক গত বছর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণকারী সমস্ত বাহিনী, রাজ্য সরকার এবং বিভাগগুলিকে তাদের কন্টিনজেন্ট, ব্যান্ড এবং ট্যাবলেতো মহিলাদের সামিল করতে বলেছিল ।"
1950 সালে 26 জানুয়ারি থেকে প্রত্যেকটা সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছে দিল্লি পুলিশের মার্চিং কন্টিনজেন্ট ৷ শুধু অংশ নয়, 15 বার সেরা মার্চিং কন্টিনজেন্ট হিসাবে তারা বিবেচিত হয়েছে ৷ শেষ 2021 সালে সেরা মার্চিং কন্টিনজেন্ট হয় দিল্লি পুলিশ । দিল্লি পুলিশের স্লোগান, শান্তি, সেবা ও ন্যায় ।
আরও পড়ুন:
- রাজধানীতে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে শরিক হচ্ছেন রানিগঞ্জের সোনিয়া
- থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়! বাংলা-পঞ্জাবের ট্যাবলো বাতিল প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রক
- প্রজাতন্ত্র দিবসে নতুন চমক! কর্তব্যপথের কুচকাওয়াজে শুধুই মহিলারা