কানপুর, 20 সেপ্টেম্বর:কানপুরের ইতিহাসে এই প্রথম লোকসভা নির্বাচনে 997 জন যৌনকর্মী ভোট দিতে চলেছেন ৷ আগামী বছর দেশে লোকসভা নির্বাচন ৷ তার আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটার তালিকায় যুক্ত হচ্ছে যৌনকর্মীদের নাম ৷ এর ফলে যৌনকর্মীরাও এবার নির্বাচনে বেশি করে অংশগ্রহণ করতে পারবেন এবং নিজের পছন্দ অনুযায়ী প্রতিনিধিকে ভোট দেবেন ৷
এখনও পর্যন্ত উত্তরপ্রদেশের ভোটার তালিকায় তিন শ্রেণির মানুষ রয়েছে - পুরুষ, মহিলা এবং তৃতীয় লিঙ্গ । কিন্তু এবার সুপ্রিম কোর্টের নির্দেশে ওই তালিকায় যুক্ত হয়েছে যৌনকর্মীদের নামও । বুদ্ধদেব কর্মকার বনাম পশ্চিমবঙ্গ এবং অন্য রাজ্যের মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত 10 জানুয়ারি 2022 সালে যৌনকর্মীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয় ।
কানপুরের জেলাশাসক বিশাখ জি বলেছেন, "গণতন্ত্রের দৃষ্টিকোণ থেকে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। যারা এতদিন প্রান্তিক ছিলেন তাঁদের সমাজের মূল স্রোতে আনা যাবে।" জেলাশাসকের কথায়, যৌনকর্মী ছাড়াও তফসিলি জাতি এবং উপজাতির মতো অন্য বিভাগের লোকদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে ।