পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi : রেডিয়োয় সংস্কৃত ভাষায় অনুষ্ঠান করছেন গুজরাতের রেডিয়ো জকি, মন কি বাত-এ জানালেন মোদি - PM Narendra Modi

80 তম মন কি বাত-এ সংস্কৃত ভাষার গুরুত্ব বোঝালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শোনালেন গুজরাতের কেভরিয়া জেলার রেডিয়ো জকিদের গল্প ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : Aug 29, 2021, 1:24 PM IST

Updated : Aug 29, 2021, 2:30 PM IST

নয়াদিল্লি, 29 অগস্ট : 80 তম মন কি বাত-এ সংস্কৃত ভাষার গুরুত্বের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জানালেন, সংস্কৃতে রেডিয়োয় অনুষ্ঠান করছেন গুজরাতের রেডিয়ো জকি গঙ্গা ৷ যিনি আরজে গঙ্গা নামে পরিচিত ৷ এছাড়াও মোদির কথায় সংস্কৃতের মান বাড়াচ্ছেন আরজে নীলম, আরজে গুরু, আরজে হেতলরা ৷

এই রেডিয়ো জকিরা কমিউনিটি রেডিয়ো ইনিশিয়েটিভ 90 এফএম-এর সঞ্চালনা করেন ৷ এরা গুজরাতের কেভরিয়া জেলার রেডিয়ো জকি ৷ তাঁরা শ্রোতাদের সঙ্গে সংস্কৃতে কথা বলেন ৷ সংস্কৃত ভাষাতেই সাধারণ মানুষকে নানান খবর দেন ৷

আরও পড়ুন : Bhavinaben Patel : ভাবিনার সাফল্যে উচ্ছ্বসিত কোবিন্দ-মোদি-মমতা; টুইট-প্রশংসা সচিনের

রবিবার প্রধানমন্ত্রী বলেন, সংস্কৃত ভাষা সরস ও সরল ৷ সংস্কৃত রাষ্ট্রের একতাকে পুষ্ট ও মজবুত করে ৷ যে কোনও মানুষকে আকর্ষণ করতে পারে, সংস্কৃত এমন একটি ভাষা ৷

Last Updated : Aug 29, 2021, 2:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details