পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mumbai Airport: করোনা অতিমারীর পর 24 ঘণ্টায় যাত্রী চলাচলে রেকর্ড মুম্বই বিমানবন্দরে - মুম্বই বিমানবন্দর

গত 17 সেপ্টেম্বর মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Chhatrapati Shivaji Maharaj International Airport) দিয়ে 1 লক্ষ 30 হাজার 374 জন যাত্রী যাতায়াত করেছেন ৷ যা করোনা অতিমারীর (Covid Pandemic) পর প্রথমবার ঘটল ৷

in-24-hours-mumbai-airport-handles-record-130-374-passengers-highest-since-covid-pandemic
Mumbai Airport: করোনা অতিমারীর পর 24 ঘণ্টায় যাত্রী চলাচলে রেকর্ড মুম্বই বিমানবন্দরে

By

Published : Sep 20, 2022, 1:39 PM IST

মুম্বই, 20 সেপ্টেম্বর : 24 ঘণ্টায় যাত্রী চলাচলে নিজেদের রেকর্ডই ভাঙল মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Chhatrapati Shivaji Maharaj International Airport) ৷ গত 17 সেপ্টেম্বর মহারাষ্ট্রের ওই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন 1 লক্ষ 30 হাজার 374 জন ৷ করোনা অতিমারীর (Covid Pandemic) পর এই প্রথম এত যাত্রী ওই বিমানবন্দর দিয়ে যাতায়াত করলেন ৷

বিমানবন্দরের তরফে দেওয়া বিবৃতি অনুযায়ী, ওই দিন 839টি বিমান চলাচল করেছে ৷ বিমানবন্দরের টার্মিনাল-1 দিয়ে 35 হাজার 294 জন এবং টার্মিনাল-2 দিয়ে 95 হাজার 80 জন যাতায়াত করেছেন ৷

অন্তর্দেশীয় বিমান চলাচলে (Domestic Destinations) সর্বাধিক যাত্রী যাতায়াত করেছেন বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো ভিস্তারা ও গো-এর মাধ্যমে ৷ যাত্রী চলাচলের নিরিখে প্রথম তিনটি স্থানে রয়েছে দিল্লি, বেঙ্গালুরু ও চেন্নাই ৷ অন্যদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে যাত্রী চলাচলের নিরিখে প্রথম তিনটি স্থানে দুবাই, আবু ধাবি ও সিঙ্গাপুর রয়েছে ৷ আর ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ও ইমারেটাস সংস্থার বিমানই বেশি ব্যবহার করেছেন যাত্রীরা ৷

পর দিনও ওই বিমানবন্দর দিয়ে 1 লক্ষ 30 হাজার যাত্রী চলাচল করেছেন ৷ দেশের মধ্যেই যাতায়াত করেছেন প্রায় 98 হাজার যাত্রী ৷ আর বিদেশে গিয়েছেন বা এসেছেন প্রায় 32 হাজার যাত্রী ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, করোনা অতিমারী বিমান পরিবহণে ব্যাপক প্রভাব ফেলেছিল ৷ অতিমারী দীর্ঘ কয়েকমাস বিমান পরিষেবা বন্ধ ছিল ৷ তার পর পরিষেবা শুরু হলেও স্বাভাবিক হতে লেগে যায় বেশ কয়েকমাস ৷ চলতি বছরে সময় যত এগিয়েছে, ততই স্বাভাবিক হয়েছে বিমান পরিবহণ ৷ তার প্রমাণ শনিবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের (CSMIA) পরিসংখ্যান ৷

অন্যদিকে ইনভেস্টমেন্ট ইনফরমেশন অ্যান্ড ক্রেডিট রেটিং এজেন্সি অফ ইন্ডিয়া লিমিটেডের (ICRA) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, অন্তর্দেশীয় যাত্রীর সংখ্যা 5 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ গত অগস্টে অন্তর্দেশীয় যাত্রীর সংখ্যা ছিল 1.02 কোটি ৷

এদিকে এত সংখ্যায় যাত্রী যেদিন যাতায়াত করল বাণিজ্যনগরীর ওই বিমানবন্দর দিয়ে, সেদিনই এবার সেখানকার কর্মীরা কতটা সজাগ, সেই পরীক্ষাও নিয়েছে কর্তৃপক্ষ ৷ সেদিন বিমানবন্দরে বোমাতঙ্কের মক ড্রিল করানো হয় ৷ দেখা হয় যে কত তাড়াতাড়ি ব্যবস্থা নিতে পারছেন সংশ্লিষ্ট আধিকারিকরা ৷ সেই কাজও সাফল্যের সঙ্গে শেষ হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ৷

আরও পড়ুন :নয়া কোভিড বিধিনিষেধ জারির পরও স্বাভাবিক দিল্লি বিমানবন্দর

ABOUT THE AUTHOR

...view details