মুম্বই, 20 সেপ্টেম্বর : 24 ঘণ্টায় যাত্রী চলাচলে নিজেদের রেকর্ডই ভাঙল মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Chhatrapati Shivaji Maharaj International Airport) ৷ গত 17 সেপ্টেম্বর মহারাষ্ট্রের ওই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন 1 লক্ষ 30 হাজার 374 জন ৷ করোনা অতিমারীর (Covid Pandemic) পর এই প্রথম এত যাত্রী ওই বিমানবন্দর দিয়ে যাতায়াত করলেন ৷
বিমানবন্দরের তরফে দেওয়া বিবৃতি অনুযায়ী, ওই দিন 839টি বিমান চলাচল করেছে ৷ বিমানবন্দরের টার্মিনাল-1 দিয়ে 35 হাজার 294 জন এবং টার্মিনাল-2 দিয়ে 95 হাজার 80 জন যাতায়াত করেছেন ৷
অন্তর্দেশীয় বিমান চলাচলে (Domestic Destinations) সর্বাধিক যাত্রী যাতায়াত করেছেন বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো ভিস্তারা ও গো-এর মাধ্যমে ৷ যাত্রী চলাচলের নিরিখে প্রথম তিনটি স্থানে রয়েছে দিল্লি, বেঙ্গালুরু ও চেন্নাই ৷ অন্যদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে যাত্রী চলাচলের নিরিখে প্রথম তিনটি স্থানে দুবাই, আবু ধাবি ও সিঙ্গাপুর রয়েছে ৷ আর ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ও ইমারেটাস সংস্থার বিমানই বেশি ব্যবহার করেছেন যাত্রীরা ৷
পর দিনও ওই বিমানবন্দর দিয়ে 1 লক্ষ 30 হাজার যাত্রী চলাচল করেছেন ৷ দেশের মধ্যেই যাতায়াত করেছেন প্রায় 98 হাজার যাত্রী ৷ আর বিদেশে গিয়েছেন বা এসেছেন প্রায় 32 হাজার যাত্রী ৷