হায়দরাবাদ, 3 জুন: শুক্রবার সন্ধ্যায় বালাসোর স্টেশন ছেড়ে বেরনোর পর দুর্ঘটনার শিকার হয়েছে করমণ্ডল এক্সপ্রেস ৷ প্রাথমিকভাবে জানা যাচ্ছে ডাউনে লাইনচ্যুত হওয়া যশবন্তপুর এক্সপ্রেসের বগিতে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায় শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস ৷ তবে, করমণ্ডল এক্সপ্রেস এই প্রথম দুর্ঘটনার কবলে পড়েছে, তা নয় ৷ 2009 সালে 13 ফেব্রুয়ারি চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ওড়িশার জাজপুরের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় ৷ যে দুর্ঘটনায় 13টি বগি লাইনচ্যুত হয়েছিল ৷
2009 সালে ওড়িশার জাজপুরে দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস
2009 সালের 13 ফেব্রুয়ারি সন্ধ্যে সাড়ে 7টা নাগাদ ওড়িশার জাজপুরের কাছে লাইনচ্যুত হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস ৷ জানা গিয়েছিল, ট্রেন ইঞ্জিন লাইনচ্যুত হয়ে অন্য ট্র্যাকে চলে যায় ৷ গতি বেশি থাকায় পিছনের 13টি বগি লাইন থেকে ছিটকে পড়ে এদিক-ওদিক ৷ যার মধ্যে 11টি স্লিপার ক্লাস ও 2টি জেনারেল বগি ছিল ৷ কিন্তু, ঠিক কী কারণে সেদিন করমণ্ডলের ইঞ্জিন পাশের ট্র্যাকে উঠে গিয়েছিল, তা আজও জানা যায়নি ৷ 14 বছর আগের সেই দুর্ঘটনার কারণ আজও রহস্য ৷ সেই দুর্ঘটনায় 16 জন যাত্রীর মৃত্যু হয়েছিল এবং 161 জন আহত হন ৷
আরও পড়ুন:অভিশপ্ত দুর্ঘটনাস্থল থেকে বাড়ি ফিরলেন চন্দ্রকোনার 4 পরিযায়ী শ্রমিক