ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনা আটকাতে স্থানীয় উৎসবে রাশ টানার নির্দেশ স্বাস্থ্য়মন্ত্রকের - corona

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় চিন্তিত কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রক ৷ ইতিমধ্য়ে রাজ্য়গুলিকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে ৷ স্থানীয় উৎসব পালনে রাশ টানার নির্দেশ দেওয়া হয়েছে ৷

Corona
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 24, 2021, 11:09 PM IST

নয়াদিল্লি, 24 মার্চ : দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া ৷ যা নিয়ে চিন্তিত কেন্দ্রীয় সরকার ৷ এবার কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রকের তরফে বেশ কিছু নতুন নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য়গুলিকে ৷ যার মধ্য়ে স্থানীয় উৎসব পালনে বিধিনিষেধ জারির নির্দেশ দেওয়া হয়েছে ৷

আজ কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷ যার মাধ্য়মে রাজ্য়গুলিকে বলা হয়েছে, স্থানীয় উৎসবের উপর রাশ টানতে হবে ৷ তা না হলে পরিস্থিতি আবার খারাপের দিকে যাবে ৷ ইতিমধ্য়ে হরিয়ানায় হোলি উৎসব না করতে নির্দেশ দেওয়া হয়েছে সেখানকার প্রশাসনের তরফে ৷

আরও পড়ুন- ডাবল মিউটেশনের নয়া স্ট্রেন ভারতের 18টি রাজ্যে

এদিকে ডাবল মিউটেসনের নতুন করোনা ভাইরাসের সংক্রমণে চিন্তা বাড়ছে কেন্দ্রীয় সরকারের ৷ প্রায় 18টি রাজ্য়ে নয়া স্ট্রেনের সংক্রমণ দেখা দিয়েছে ৷ করোনার এই নয়া স্ট্রেনগুলি এতদিন মূলত বাইরের দেশে পাওয়া যাচ্ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷ এই অবস্থায় দেশে করোনার দ্বিতীয় স্রোত হু হু করে বাড়বে বলেই মনে করা হচ্ছে ৷

কেন্দ্রীয় সরকারের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে করোনার নতুন স্ট্রেনে দুবার মিউটেশন হচ্ছে ৷ নতুন ভাবে করোনা মোকাবিলা বেশ কিছুটা কঠিন হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ৷ এটাকে করোনার দ্বিতীয় ঢেউ বলেও মনে করছেন অনেকে ৷

ABOUT THE AUTHOR

...view details