নয়াদিল্লি, 8 মার্চ:দেশের কন্যাদের (Women day) ক্ষমতায়নের মাধ্যমে তাঁদের আত্মনির্ভর করাটা খুবই জরুরি ৷ সেটা হলে তবেই নিজেদের লক্ষ্য পূরণে সক্ষম হবে নারীরা ৷ আন্তর্জাতিক নারী দিবসে এটাই বার্তা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Kovind on Women's Day)৷ তিনি বলেন, ‘‘আজকের যুগে যেখানে বিশ্ব প্রতিনিয়ত বদলাচ্ছে, সেখানে জাতীয় ক্ষেত্রে, ব্যক্তিগত ও সামাজিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করেছেন ভারতীয় মহিলারা (Important to empower daughters to make them self-reliant)৷’’
রাষ্ট্রপতির (happy women day) কথায়, "আমাদের দেশের উন্নয়ন প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মহিলারা ৷ আমাদের কন্যাদের ক্ষমতায়নের মধ্যে দিয়ে তাঁদের আত্মনির্ভর করে তোলাটা খুবই গুরুত্বপূর্ণ ৷ এর ফলে তাঁরা নিজেদের লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন ৷ তাঁরা তাঁদের পরিবার, সমাজ ও দেশের কর্তব্য পূরণের মধ্যে দিয়েই নিজেদের লক্ষ্যপূরণ করছেন ৷"