নয়াদিল্লি, 29 মে : বর্ষা এল দেশে ৷ এমনটাই জানিয়েছে দেশের আবহাওয়া দফতর ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট ৷ আজ রবিবার কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকেছে ৷ 1 জুন মৌসুমী বায়ুর প্রবেশের পূর্বাভাস দিয়েছিল আইএমডি ৷ তার তিনদিন আগে রবিবার সকালেই দেশে বর্ষার আগমন (Three days ahead of its normal onset time South west monsoon reaches Kerala) ৷
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর জন্য অধীর অপেক্ষায় থাকে চাষিরা ৷ মৌসুমী বায়ুর প্রভাবে ভালো ফলনের আশায় দিন গোনে দেশের কৃষকেরা ৷ তাই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ভারতের কৃষিভিত্তিক অর্থনীতির প্রাণ ৷ এর উপরেই নির্ভর করে কৃষক তথা দেশের আপামর জনসাধারণের খাদ্য ভাণ্ডার ৷ তাই সময়ের আগে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমন চাষিদের জন্য আনন্দের ও স্বস্তির ৷