নয়াদিল্লি, 13 জুলাই : অবশেষে বর্ষা ঢুকল রাজধানী দিল্লিতে ৷ নির্দিষ্ট সময়ের প্রায় 16 দিন পর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে ৷ দিল্লিতে গত 19 বছরে বর্ষা এত দেরিতে এর আগে ঢোকেনি বলে এ দিন জানিয়েছে ভারতীয় মৌসম ভবন (IMD) ৷ এর আগে 2002 সালে 19 জুলাই দিল্লিতে বর্ষা ঢুকেছিল ৷ আজ সকালে দক্ষিণ দিল্লির কয়েকটি এলাকায় কয়েক পশলা বৃষ্টি হওয়ার পর মৌসম ভবনের শীর্ষকর্তা কে জেনামানি এ কথা জানিয়েছেন ৷
সাধারণত 27 জুনের মধ্যে রাজধানী দিল্লিতে বর্ষা ঢুকে যায় ৷ যা 8 জুলাই এর মধ্যে পুরো উত্তর ভারতে ছড়িয়ে পড়ে ৷ গত বছর হাওয়ার গতি বেশি থাকায় দিল্লিতে মৌসুমী বায়ু 25 জুন দিল্লিতে ঢুকেছিল এবং 29 জুনের মধ্যে পুরো উত্তর ভারতের বাকি অংশে ছড়িয়ে পড়েছিল ৷ প্রথমে আবহাওয়া বিভাগ মনে করেছিল, এ বছর সময়ের অনেক আগে দিল্লিতে বর্ষা ঢুকবে ৷ কিন্তু, সেই পূর্বাভাস মেলেনি ৷ উল্টে দু’সপ্তাহের বেশি সময় পর দিল্লিতে বর্ষার আগমন হয়েছে ৷