তিনসুকিয়া (অসম), 5 নভেম্বর: মসজিদের ভিতরে খুন হলেন ইমাম ৷ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে অসমের তিনসুকিয়া জেলার মাকুম কালাবাড়ির একটি মসজিদে ৷ এই মসজিদের ইমাম তাজিবুর ইসলাম এদিন সকালে নমাজ পড়ছিলেন ৷ সেই সময়ই দুষ্কৃতীরা তাঁকে নির্মমভাবে হত্যা করে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর 4টেয় আজান দিতে এসেছিলেন ইমাম ৷ নমাজ পড়ার সময় পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কেটে হত্যা করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা ৷ নিহত ইমাম বিহারের বাসিন্দা ছিলেন ৷ খবর পেয়ে মাকুম থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ৷ এরপর তিনসুকিয়ার ডেপুটি পুলিশ সুপার বিভাস দাসের নেতৃত্বে মাকুম পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে ৷
আরও পড়ুন : বিজেপি নেতা খুন, ছত্তিশগড়-নির্বাচন ঘিরে মাওবাদী হামলার আশঙ্কা!
এই খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে ৷ তাদের মাকুম থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ যদিও তদন্তের স্বার্থে আটক দু'জনের নাম জানায়নি পুলিশ ৷ অবিলম্বে ইমামের হত্যাকারীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবিতে এদিন ঘটনাস্থলে জড়ো শতাধিক এলাকাবাসী ৷ তিনসুকিয়ার ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ তাদের আশ্বাস দেন যে, যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে ৷
বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা ৷ এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও খুনিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মুসলিম ছাত্র সংসদ, গড়িয়া-মাড়িয়া খিলঞ্জিয়া জাতীয় পরিষদের পাশাপাশি সংশ্লিষ্ট মহল । তবে এই ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা ৷
আরও পড়ুন : কর্ণাটকের ভূতত্ত্ব বিভাগের ডেপুটি ডিরেক্টর খুন বেঙ্গালুরুতে