পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনিল নিয়ে প্রশ্ন তোলায় আইএমএ-র নিন্দায় সরব পতঞ্জলি - ramdev

করোনিলের প্রচারে উঠেপড়ে লেগেছে পতঞ্জলি। আইএমএ এই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের কাছে ব্যাখ্যা চাওয়ায়, ডাক্তারদের সংগঠনকে একহাত নিল পতঞ্জলি।

ima "Has Problems Accepting Truth", Patanjali On 'Coronil' Row
করোনিল নিয়ে সরব পতঞ্জলি

By

Published : Feb 26, 2021, 9:54 AM IST

দিল্লি, 26 ফেব্রুয়ারি:করোনিল ওষুধ নিয়ে প্রশ্ন তোলায় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নিন্দায় সরব পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেড । তাদের মুখপাত্র এসকে তিজারাওয়ালার দাবি, ''সত্যিটা মেনে নিতে অসুবিধে হচ্ছে আইএমএ-র।''

পতঞ্জলির করোনিল-এ ছাড়পত্র দিয়েছে হু (WHO) । গত 19 ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের উপস্থিতিতে করোনিল-এর গবেষণাপত্র প্রকাশের সময় এমনই দাবি করেছিলেন যোগগুরু রামদেব । কিন্তু সেই দাবি উড়িয়ে হু-এর তরফে স্পষ্ট জানানো হয়, এই রকম কোনও ওষুধকে ছাড়পত্র দেওয়া হয়নি । এরপরই এই নিয়ে বিতর্ক শুরু হয়। পতঞ্জলির করোনিল ওষুধের প্রচারের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের ব্যাখ্যা দাবি করে IMA । তাদের জাতীয় সভাপতি ডা. জয়লাল বলেন, ''দেশের স্বাস্থ্যমন্ত্রী হয়ে এমন মিথ্যে ভুয়ো অবৈজ্ঞানিক জিনিসের প্রকাশ করাটা তাঁর কতটা যুক্তিযুক্ত ? অনৈতিক, ভুল ও মিথ্যে পথে এই জিনিসের প্রচার করাটা কতটা নৈতিক?'' একে মানবজাতির জন্য বিপর্যয় বলে বর্ণনা করেন তিনি ।

আইএমএ-র এই কড়া মনোভাবকে ভালো ভাবে নেয়নি পতঞ্জলি। তারা পালটা তোপ দেগেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। পতঞ্জলির মুখপাত্র এসকে তিজারাওয়ালা টুইটে বলেছেন, ''সত্যিটা মেনে নিতে অসুবিধে হচ্ছে আইএমএ-র । ওষুধের পেশায় থেকে ভুল তথ্য দেওয়াটা বন্ধ করার দিকে তারা জোর দিলে আরও ভালো হত ।''

আরও পড়ুন:কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে করোনিলে ছাড়পত্রের দাবি রামদেবের, অস্বীকার হু-র

এ দিনই যোগগুর রামদেব এ ব্যাপারে বলেছিলেন, ''বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জিএমপি-র প্রোটোকল মেনেই করোনিল ট্যাবলেট তৈরি হয়েছে । 158টি দেশ তাদের দেশে এটি বিক্রিতে অনুমোদন দিয়েছে। এটা ঐতিহাসিক । করোনিল বৈজ্ঞানিক প্রমাণ সাপেক্ষ ও গবেষণাভিত্তিক ওষুধ । করোনিলের বিরুদ্ধে কোনও কথা বলা হলে তা খুবই নিন্দনীয় ।''

ABOUT THE AUTHOR

...view details