পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Silly Souls Goa Cafe Row স্মৃতি ইরানিকে বরখাস্ত করার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি কংগ্রেস বিধায়কের - স্মৃতি ইরানি

গোয়ায় 'সিলি সোলস ক্যাফে অ্যান্ড বার' নিয়ে বিতর্ক চলছে ৷ আরটিআই কর্মী রডরিগেজ অভিযোগ করেছিলেন, এই পানশালা বেআইনি ভাবে চালাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মেয়ে জইশ ইরানি (Silly Souls Goa Cafe Row) ৷

Smriti Irani Illegal Bar Row
স্মৃতি ইরানির রেস্তোরাঁ

By

Published : Aug 18, 2022, 11:15 AM IST

পানাজি, 18 অগস্ট: কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে বরখাস্ত করার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন গোয়ার কংগ্রেস বিধায়ক সংকল্প আমোনকর ৷ সৈকত রাজ্যে স্মৃতির পারিবারিক ব্যবসা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ মোরমুগাওয়ের কংগ্রেস বিধায়ক সাংবাদিকদের জানালেন, আরটিআই কর্মী আইনজীবী রডরিগেজের অভিযোগের ভিত্তিতে গোয়ার বিভিন্ন দফতর রেস্তোরাঁ এবং পানশালার বিরুদ্ধে তদন্তে নেমেছে (Goa Congress MLA Sankalp Amonkar writes to PM Narenda Modi demanding sacking of Union Minister Smriti Irani) ৷

আমোনকর বলেন, "স্মৃতি ইরানি গোয়ায় তাঁর পারিবারিক ব্যবসা নিয়ে গোটা দেশকে আরেকবার মিথ্যে কথা বলেছেন ৷ এর আগে তাঁর স্নাতক স্তরের ডিগ্রি নিয়ে ভুয়ো তথ্য দিয়েছিলেন ৷ 2019-এ লোকসভা নির্বাচনের সময় তিনি ভারতের নির্বাচন কমিশনের কাছে হলফনামা জমা দেন ৷ মহারাষ্ট্রের রেজিস্ট্রারে কোম্পানির নথি এবং জিএসটি-র বিস্তারিত তথ্যের ভিত্তিতে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গোয়ার আসাগাওতে 'সিলি সোলস ক্যাফে অ্যান্ড বার' তাঁর পরিবারই চালায় ৷"

তিনি (Goa Congress MLA Sankalp Amonkar) আরও অভিযোগ করেন, পুরো ব্যবসাটা 'বেনামি' স্টাইলে চলছে ৷ সম্পত্তিটাও 'বেনামে' দখল করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ৷ তিনি বলেন, "গোয়া সরকারের আবগারি, পঞ্চায়েত, জিএসটি, টাউন অ্যান্ড কান্ট্রি ডিপার্টমেন্ট (Town and Country Department) ছাড়া আরও বেশ কিছু দফতর এই মামলার তদন্তে যুক্ত ৷ যেহেতু কেন্দ্র এবং রাজ্য সরকারে একই শাসক দল, তাই এটা স্বাভাবিক যে বিভিন্ন দফতর, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং তাঁর মন্ত্রিসভা সবাই স্মৃতি ইরানিকে বাঁচানোর জন্য প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন ৷"

আরও পড়ুন: গোয়ায় পর্তুগিজ আইন ! স্মৃতি-সোলস-জইশের পাশে মৃত অ্যান্থনির

গোয়ার নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী বিশ্বজিৎ রানে স্মৃতি ইরানিকে তাঁর 'বস' বলে উল্লেখ করেছেন, জানালেন কংগ্রেস বিধায়ক ৷ এই মন্ত্রীর হাতেই রয়েছে টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং ৷ এর অধীনে টিসিপি দফতর স্মৃতি ইরানির বিতর্কিত রেস্তোরাঁ ও পানশালা নিয়ে তদন্ত করছে ৷

স্মৃতি ইরানি এই তদন্তকে প্রভাবিত করতে পারেন জানিয়ে তিনি বলেন,"আমাদের দাবি, এখনই কেন্দ্রীয় নারী ও কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানিকে মন্ত্রীসভা থেকে সরানো হোক ৷ যাতে নিরপেক্ষ এবং স্বাধীন তদন্ত হতে পারে ৷" তিনি জানান, তদন্তে স্মৃতি ইরানি নির্দোষ প্রমাণিত হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে ফের মন্ত্রিসভায় ফিরিয়ে নিতেই পারেন ৷ আমোনকর বলেন,"আমরা আশা করি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুব তাড়াতাড়ি স্মৃতি ইরানিকে তাঁর মন্ত্রিসভা থেকে সরাবেন ৷"

প্রসঙ্গত, গোয়ায় স্মৃতি ইরানির মেয়ে 'জইশের রেস্তোরাঁ ও পানশালাকে' (Silly Souls Goa Cafe & Bar) ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ 'সিলি সোলস গোয়া ক্যাফে অ্যান্ড বার' নামক ওই রেস্তোরাঁটির লাইসেন্স অ্যান্থনি ডি গামার নামে, যিনি 2021-এ মারা গিয়েছেন ৷ এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন আরটিআই কর্মী তথা আইনজীবী রডরিগেজ (Aires Rodrigues) ৷ তিনি রাজ্যের আবগারি দফতরের কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে এই পানশালার বিরুদ্ধে তদন্তের দাবি জানান ৷ আইনজীবীর বক্তব্য, স্থানীয় আবগারি আধিকারিক এবং আসাগাও গ্রাম পঞ্চায়েতও এই বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত ৷ স্মৃতি জুবিন ইরানির পারিবারিক এই পানশালাটি অবৈধভাবে চালানোয় দফতরের মদত রয়েছে ৷ রডরিগেজ আরটিআই করা একটি নথিও পাঠান সংশ্লিষ্ট দফতরে ৷ এরপরই কমিশনারের তরফে শোকজ নোটিশ পাঠানো হয় স্মৃতি ইরানির মেয়েকে ৷ 29 জুলাই প্রথম শুনানিটি হয় কমিশনার নায়ারণ গাডের তত্ত্বাবধানে ৷

আরও পড়ুন: "রাহুল গান্ধিকে আমেঠিতে পাঠান, ফের ধুলোয় মিশিয়ে দেব", অবৈধ পানশালা বিতর্কে হুমকি 'মা' স্মৃতির

ABOUT THE AUTHOR

...view details