পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

NIRF Ranking 2022: উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে আইআইটি মাদ্রাজ, রইল অন্যান্যদের ব়্যাংকিং - আইআইটি মাদ্রাজ

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রকাশিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে রয়েছে আইআইটি মাদ্রাজ (IIT Madras)৷ একনজরে দেখে নিন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির ব়্যাংকিং ৷

IIT Madras tops ministry of education's India Rankings 2022, IISC Bengaluru top university
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে আইআইটি মাদ্রাজ, রইল অন্যান্যদের ব়্যাংকিং

By

Published : Jul 15, 2022, 5:25 PM IST

নয়াদিল্লি, 15 জুলাই:দেশের উচ্চশিক্ষা কেন্দ্রগুলির মধ্যে সবার উপরে আইআইটি, মাদ্রাজ (Indian Institute of Technology, Madras)৷ দেশের সেরা দ্বিতীয় ও তৃতীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যথাক্রমে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়ান্স, বেঙ্গালুরু এবং আইআইটি বম্বে ৷

দেশের বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মূল্যায়নের নিরিখে বাৎসরিক একটি তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক (India Rankings 2022)৷ 'ন্যাশনাল ইনস্টিটিউশনাল ব়্যাংকিং ফ্রেমওয়ার্ক' (National Institutional Ranking Framework) বা এনআইআরএফ (NIRF) ৷ শুক্রবার এই তালিকাটি প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)৷ সেখানেই বিভিন্ন বিভাগে সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ব়্যাংকিং দেওয়া হয়েছে ৷

সেরা তিন বিশ্ববিদ্যালয় হল, আইআইএসসি বেঙ্গালুরু (IISC Bengaluru top university), দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া ৷ অন্যদিকে, দেশের ইঞ্জিনিয়ারিং কলেজগুলির মধ্যে সেরা তিনটি কলেজ হল, আইআইটি মাদ্রাজ, আইআইটি দিল্লি এবং আইআইটি বম্বে ৷ ফার্মাসি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্য়ে প্রথম তিনটি স্থান দখল করেছে যথাক্রমে হায়দরাবাদের ন্য়াশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্য়ান্ড রিসার্চ, পঞ্জাব বিশ্ববিদ্যালয় এবং চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় ৷

দেশের সেরা 10টি কলেজের মধ্যে পাঁচটিই রাজধানী দিল্লিতে অবস্থিত ৷ যার মধ্যে শীর্ষস্থান দখল করেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত মিরান্ডা হাউস ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন হিন্দু কলেজ ৷ আর তৃতীয় স্থান দখল করেছে চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ ৷ দেশের সেরা মেডিক্যাল কলেজের স্বীকৃতি পেয়েছে এইমস দিল্লি (AIIMS Delhi) ৷

এনআইআরএফ তালিকা

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব়্যাংকিং রইল একনজরে...

আইআইটি মাদ্রাজ সেরা শিক্ষাপ্রতিষ্ঠান
আইআইএসসি বেঙ্গালুরু সেরা বিশ্ববিদ্যালয়
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেরা বিশ্ববিদ্যালয়
জামিয়া মিলিয়া ইসলামিয়া তৃতীয় সেরা বিশ্ববিদ্যালয়
আইআইএম আহমেদাবাদ সেরা বি-স্কুল
আইআইএম ব্যাঙ্গালোর দ্বিতীয় সেরা বি-স্কুল
আইআইএম ক্যালকাটা তৃতীয় সেরা বি-স্কুল
মিরান্ডা হাউস সেরা কলেজ
হিন্দু কলেজ দ্বিতীয় সেরা কলেজ
এইমস সেরা মেডিক্যাল কলেজ

সবমিলিয়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় 6 নম্বরে রয়েছে খড়গপুর আইআইটি ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে 12 নম্বরে ৷ 15-তে আছে কলকাতা বিশ্ববিদ্য়ালয় ৷ সেরা কলেজের তালিকায় 8 নম্বরে সেন্ট জেভিয়ার্স ও 9 নম্বরে রয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ৷

ABOUT THE AUTHOR

...view details