পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

IIT খড়গপুরে PhD কোর্সে ভরতির আবেদন শুরু - PhD

28 অক্টোবর থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছে ৷ আবেদনের শেষ তারিখ 24 নভেম্বর ৷

IIT
IIT খড়গপুরে PhD কোর্সে ভরতির আবেদন শুরু

By

Published : Nov 4, 2020, 5:34 PM IST

IIT খড়গপুরে PhD(2020-2021) কোর্সে ভরতির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ৷ 28 অক্টোবর থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছে ৷ আবেদনের শেষ তারিখ 24 নভেম্বর ৷ ভরতি প্রক্রিয়া শুরু হওয়ার চারদিন পর অর্থাৎ 2 নভেম্বর IIT-র অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ ৷

ইঞ্জিনিয়ারিং , বিজ্ঞান , টেকনোলজি , আর্কিটেকচার অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং , হিউম্যানিটিজ় অ্যান্ড সোশাল সায়েন্স , আইন , রুরাল ডেভেলপমেন্ট , ম্যানেজমেন্ট ও মেডিসিন বিষয়ে আবেদন করতে ইচ্ছুক ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট http://www.iitkgp.ac.in/ গিয়ে আবেদন করতে পারবে ৷ PhD স্তরে আবেদনকারীদের অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য একটি সরাসরি লিংক দিয়েছে কর্তৃপক্ষ ৷ লিংকটি হল http://www.iitkgp.ac.in/phd

আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর কয়েকজনের নাম বাছাই করা হবে ৷ 8 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত তাদের লেখা পরীক্ষা ও ইন্টারভিউয়ের দিন ঠিক করা হয়েছে ৷ এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে নিচের লিংকে চোখ রাখুন ৷

https://erp.iitkgp.ac.in/IITKGPApplications/index

ABOUT THE AUTHOR

...view details