পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আইআইটি খড়গপুরের মুকুটে নতুন পালক, বিশ্বের সেরা 50-এর তালিকায় নাম - আই আই টি

আইআইটি খড়গপুরের মুকুটে নতুন পালক। বিশ্বের সেরা 100 কলেজের তালিকায় 50-এর মধ্যে উঠল নাম। মাইনিং ইঞ্জিয়ারিং প্রোগ্রামে সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে।

iit-kharagpur-features-among-top-50-in-qs-subject-ranking-2021
আই আই টি

By

Published : Mar 5, 2021, 5:00 PM IST

খড়গপুর, 5 মার্চ : বিশ্বের সেরা ইঞ্জিয়ারিং কলেজগুলির প্রথম 50-এর তালিকায় আইআইটি খড়গপুর। মিনারেল ও মাইনিং ইঞ্জিয়ারিংয়ের ক্ষেত্রে প্রথম 50এর তালিকায় নাম রয়েছে। সঙ্গে এগরিকালচার ও ফরেস্ট্রি ক্ষেত্রেও ক্রমবর্ধমান রয়েছে প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্য়তা। প্রথম এর সঙ্গে আরও 2টি কলেজ রয়েছে তালিকায়। সেগুলি হল আইআইটি বম্বে ও আইআইটি মাদ্রাজ।

প্রতিবছর বিশ্বের সেরা কলেজগুলির তালিকা প্রকাশ করে কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। প্রতি বছর 100টি সেরা কলেজের তালিকা প্রকাশ করা হয়। এবছর সেই তালিকায় স্থান পায় দেশের তিনটি কলেজ। তারমধ্য়ে একটি আইআইটি খড়গপুর। প্রথম 50-এর তালিকার 44 নম্বরে রয়েছে আইআইটি খড়গপুর। মাইনিং ইঞ্জিয়ারিং প্রোগ্রামে সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন- বিশ্বের সেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় ভারতের 1500

কীভাবে বেছে নেওয়া হয় সেরা কলেজগুলি ?

সংশ্লিষ্ট বিশ্ববিদ্য়ালয় বা কলেজের পরিবেশ, লেখাপড়ার মান, পড়ুয়া ও শিক্ষকদের মধ্য়ে সম্পর্ক, গবেষণার বিষয় ও তাতে সাফল্য় সহ বেশ কিছু বিষয়ের পুরো বিচার করা হয়। এবং সিদ্ধান্ত নেওয়া হয়। এবং সেরা বিশ্ববিদ্য়ালয়গুলির তালিকা তৈরি করা হয়।

মাইনিং ইঞ্জিয়ারিং-এ সেরার শিরোপা পেলেও দেশের অন্য়তম সেরা 5 কলেজগুলির তালিকায় রয়েছে আইআইটি খড়গপুরের নাম। এছাড়াও কম্পিউটার সায়েন্স, সিভিল ও স্ট্রাকচারাল, ইলেকট্রিকাল ও ইলেকট্রনিক্স সহ অন্য় বিষয়গুলিতে দেশের প্রথম সারির কলেজগুলির তালিকায় রয়েছে আইআইটি খড়গপুর।

ABOUT THE AUTHOR

...view details