খড়গপুর, 5 মার্চ : বিশ্বের সেরা ইঞ্জিয়ারিং কলেজগুলির প্রথম 50-এর তালিকায় আইআইটি খড়গপুর। মিনারেল ও মাইনিং ইঞ্জিয়ারিংয়ের ক্ষেত্রে প্রথম 50এর তালিকায় নাম রয়েছে। সঙ্গে এগরিকালচার ও ফরেস্ট্রি ক্ষেত্রেও ক্রমবর্ধমান রয়েছে প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্য়তা। প্রথম এর সঙ্গে আরও 2টি কলেজ রয়েছে তালিকায়। সেগুলি হল আইআইটি বম্বে ও আইআইটি মাদ্রাজ।
প্রতিবছর বিশ্বের সেরা কলেজগুলির তালিকা প্রকাশ করে কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। প্রতি বছর 100টি সেরা কলেজের তালিকা প্রকাশ করা হয়। এবছর সেই তালিকায় স্থান পায় দেশের তিনটি কলেজ। তারমধ্য়ে একটি আইআইটি খড়গপুর। প্রথম 50-এর তালিকার 44 নম্বরে রয়েছে আইআইটি খড়গপুর। মাইনিং ইঞ্জিয়ারিং প্রোগ্রামে সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে।
আরও পড়ুন- বিশ্বের সেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় ভারতের 1500