নয়াদিল্লি, 3 জুলাই :করোনা আবহে ব্ল্য়াক ফাংগাসের মতো ছত্রাকের হানায় অনেকেরই দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এই পরিস্থিতিতে নয়া দিশা দেখালেন আইআইটি দিল্লির (IIT Delhi) একদল মহিলা গবেষক ৷ শাক-সবজি থেকে যে ধরনের ফাংগাল ইনফেকশন বা ছত্রাক সংক্রমণ চোখে ছড়ায়, তা রুখতেই একটি প্রতিরোধী ব্যবস্থা গড়ে তুলেছেন এই মহিলা গবেষকরা ৷
গবেষক দলের নেতৃত্বে রয়েছেন অর্চনা চুঘ ৷ তিনি কুসুম স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সে অধ্যাপনা করেন ৷ সূত্রে খবর, অর্চনার নেতৃত্বেই এই দলের সদস্যারা নভেল পেপটাইড-ভিত্তিক (novel peptide-based) একটি অ্য়ান্টিফাঙ্গাল (antifungal strategy) পরিকল্পনা তৈরি করেছেন ৷ যা চোখে ছত্রাক সংক্রমণের সম্ভাবনাকে কমাবে ৷
আরও পড়ুন :উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দু‘দিনে ব্ল্যাক ফাংগাসে তিনজনের মৃত্যু
প্রসঙ্গত, ভারতীয়দের একটা বড় অংশই কৃষিজীবী ৷ এঁদের অনেকের মধ্যেই ‘ভেজিটেটিভ ট্রমা’র (vegetative trauma) প্রবণতা লক্ষ্য করা যায় ৷ কী এই ভেজিটেটিভ ট্রমা ? বিশেষজ্ঞরা বলছেন, শাকপাতা, সবজি থেকে অনেকেরই চোখে ছত্রাকের সংক্রমণ ছড়ায় ৷ তাকেই ভেজিটেটিভ ট্রমা বলে ৷ উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে ভয় বাড়িয়েছে ব্ল্য়াক, হোয়াইট, ইয়েলো ফাংগাসের সংক্রমণ ৷ তথ্য বলছে, পচা শাক, সবজি, আনাজ, ফল থেকে এই ধরনের সংক্রমণ ঘটে ৷ তাতে চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয় ৷ যাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ‘ফাংগাল কেরাটিটিস’ (fungal keratitis) ৷ অর্চনা এবং তাঁর সহকর্মীরা যে antifungal strategy তৈরি করেছেন, তা এই ফাংগাল কেরাটিটিসকে নিয়ন্ত্রণ করতে সক্ষম ৷ ইতিমধ্যেই গবেষণাগারে সেই প্রচেষ্টা সফল হয়েছে ৷