নয়াদিল্লি, 27 এপ্রিল: সামাজিক দূরত্ব মেনে না-চললে 30 দিনে একজন কোভিড রোগীর থেকে 406 জনের শরীরে ছড়াতে পারে করোনাভাইরাস ৷ এ কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ কোভিডের সংক্রমণ রুখতে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ফের মনে করিয়ে দিয়েছে কেন্দ্র ৷
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের যুগ্মসচিব লব আগরওয়াল সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, "একজন কোভিড রোগী যদি তাঁর 50 শতাংশ প্রকাশ্যে আসা কমিয়ে ফেলেন, তাহলে দেখা যাবে 406 জনের পরিবর্তে তাঁর থেকে সংক্রমিত হচ্ছেন 15 জন ৷ যদি তিনি প্রকাশ্যে আসা 75 শতাংশ কমিয়ে ফেলেন, তাহলে 30 দিনে ওই ব্যক্তির থেকে সংক্রমিত হবেন 2.5 জন ৷ তবে তিনি সামাজিক দূরত্ব বজায় না-রাখলে 30 দিনে তাঁর থেকে 406 জন সংক্রমিত হবেন ৷"