পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নিয়ম না মানলে তৃতীয় ঢেউ অগস্টের শেষে, আশঙ্কা আইসিএমআর চিকিৎসকের - আইসিএমআর

তৃতীয় ঢেউ যে আসবেই, সেটা নিশ্চিত করে জানাননি আইসিএমআর (ICMR)-এর এপিডেমিওলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের (Epidemiology and Infectious diseases) প্রধান ডাঃ সমীরণ পাণ্ডা ৷ কিন্তু সতর্ক করেছেন যে নিয়ম মেনে না চললে তা আসতে পারে অগস্টের শেষে ৷

ডাঃ সমীরণ পাণ্ডা
ডাঃ সমীরণ পাণ্ডা

By

Published : Jul 17, 2021, 10:01 AM IST

নয়া দিল্লি, 17 জুলাই : কোভিড-19-এর তৃতীয় ঢেউ (3d wave) আছড়ে পড়তে পারে অগস্টের শেষে, জানালেন আইসিএমআর (ICMR)-এর এপিডেমিওলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের (Epidemiology and Infectious diseases) প্রধান ডাঃ সমীরণ পাণ্ডা ৷ রাজ্যগুলিকে তিনি সচেতন করেছেন যে, কোভিড বিধিনিষেধ ঠিকমতো মানা না হলে, প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের থেকেও মারাত্মক আকার নেবে কোভিড-19-এর তৃতীয় ঢেউ ৷

আরও পড়ুন : করোনার টিকাকরণে কমছে হাসপাতালে ভর্তি হওয়ার ও মৃত্যুর সম্ভাবনা, সমীক্ষায় দাবি ICMR-এর

সাংবাদিকদের তিনি বলেন, "প্রত্যেকটি রাজ্যের প্যানডেমিক পরিস্থিতির উপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়া উচিত, আর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার ৷ অনেক রাজ্য আছে, যেখানে কোভিড-19-এর প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের প্রভাব তেমন ভাবে পড়েনি ৷ বিধিনিষেধ না মানলে, সেই রাজ্যগুলি তৃতীয় ঢেউয়ে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হতে পারে ৷" তবে দ্বিতীয় ঢেউয়ের মতো তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা অবশ্যম্ভাবী, এটা বলেননি তিনি ৷ কিন্তু তাঁর মতে, যদি সত্যি তৃতীয় ঢেউ আসে, তা হলে তা অগস্টের শেষেই আসবে, জানিয়েছেন ডাঃ সমীরণ ৷

তৃতীয় ঢেউ সম্পর্কে তিনি আরও জানিয়েছেন, তা কবে আসবে, কতটা মারাত্মক হবে, এই সব প্রশ্ন অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করছে, যা পুরোপুরি জানা যায়নি ৷ দ্বিতীয় ঢেউয়ের রেশ এখনও কাটেনি, কারণ সংক্রমণের সংখ্যা, মৃত্যুর সংখ্যা ওঠানামা করছে ৷ তবে "এই ওঠা-নামার সঙ্গে পরীক্ষার সংখ্যার বিষয়টি জড়িয়ে রয়েছে, আর কী ভাবে রিপোর্ট দেওয়া হচ্ছে, সেই পদ্ধতিও", বললেন এপিডেমিওলজির প্রধান ৷

কিছু কিছু রাজ্যে কোভিড-19 সংক্রমণের সংখ্যা বেশি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, "সমগ্র দেশের প্যানডেমিক নিয়ে কথা বলা যাবে না, কারণ বহু রাজ্যে প্যানডেমিকের ভিন্নরকমের চরিত্র দেখা যাচ্ছে ৷" তাই প্রতিটি রাজ্যকে তাদের রাজ্যের নির্দিষ্ট তথ্যের (state-specific data) দিকে নজর দিতে হবে, আর প্যানডেমিকের ঠিক কোন ধাপে তারা রয়েছে, তা জানতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details