চণ্ডীগড়, 29 মার্চ: পঞ্জাব সরকারের যদি আমাকে গ্রেফতার করার ইচ্ছা থাকত, পুলিশ আমার বাড়িতে আসতে পারত ৷ আমি তাহলে ধরা দিতাম ৷ এমনই দাবি পলাতক খালিস্থানপন্থী প্রচারক অমৃতপাল সিং-এর (Amritpal Slams Punjab Govt)। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানেই এ কথা বলতে শোনা গিয়েছে অমৃতপাল সিং-কে (Amritpal Singh Video)৷
পলাতক মৌলবাদী প্রচারক অমৃতপাল সিংয়ের একটি ভিডিয়ো বুধবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ তাঁর খোঁজে অভিযান চলাকালীন শিখ যুবকদের গ্রেফতারি নিয়ে ভিডিয়োয় পাঞ্জাব পুলিশকে একহাত নিয়েছেন অমৃতপাল সিং ৷ ভিডিয়োয় তাঁকে একটি কালো পাগড়ি পরে রয়েছেন ৷ গায়ে জড়ানো শাল ৷ খালিস্তান সহানুভূতিশীল আরও বলেন যে, রাজ্য সরকারের যদি গ্রেফতার করার ইচ্ছা থাকত, পুলিশ তাঁর বাড়িতে যেতে পারত এবং তিনি ধরা তাহলে ধরা দিতেন ৷ তিনি বলেন, "লক্ষ লক্ষ পুলিশ - যাঁদের গ্রেফতার করতে পাঠানো হয়েছিল - তাঁদের প্রচেষ্টা থেকে আমাদের রক্ষা করেছেন সর্বশক্তিমান ৷"