অযোধ্যা, 27 ডিসেম্বর:আগামী মাসে অযোধ্যার রাম মন্দিরের খাঁটি সাদা মাকরানা মার্বেল গর্ভগৃহে স্থাপন করা হবে ভগবান রামের 'রাম লালা' মূর্তি । বুধবার মন্দির ট্রাস্ট এমন তথ্যই জানিয়েছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সম্পাদক চম্পত রাই জানান, 51 ইঞ্চি লম্বা ভগবান রামের মূর্তিটি পাঁচ বছরের রাম লালাকেই প্রতিফলিত করে । এদিন চম্পত রাই বলেন, "তিনটি ডিজাইনের মধ্যে নির্বাচন করা হবে। যার মধ্যে সবচেয়ে ভালো দৈবত্ব আছে এবং শিশুর চেহারা দেখাবে তাঁকেই বেছে নেওয়া হবে ।"
চম্পত রাই শ্রীরাম জন্মভূমি মন্দিরের মানচিত্র বর্ণনা করতে গিয়ে জানান, পুরো কাঠামো নির্মাণে মোট 21 থেকে 22 লক্ষ ঘনফুট পাথর ব্যবহার করা হয়েছে। এমন বড় পাথরের কাঠামো গত 100-200 বছরেও উত্তর ভারতে নির্মিত হত না, এমনকী দক্ষিণেও নয়, বলে তিনি জানান । তিনি বলেন, "প্রকৌশলীদের দ্বারা তৈরি 56 স্তরযুক্ত কৃত্রিম পাথরের একটি ভিত্তি স্থাপন করা হয়েছে, যা কাঠামোর নীচে স্থাপন করা হয়েছে। দ্বিতীয়ত, কর্ণাটক এবং তেলেঙ্গানার 17 হাজারটি গ্রানাইট ব্লকের প্লিন্থ মাটি থেকে 21 ফুট উপরে স্থাপন করা হয়েছে। প্রায় পাঁচ লাখ ঘনফুট রাজস্থানের ভরতপুরের গোলাপী রঙের বেলেপাথর ব্যবহার করা হয়েছে মন্দিরের কাঠামো তৈরিতে। মন্দিরের গর্ভগৃহটি খাঁটি সাদা মাকরানা মার্বেল দিয়ে প্রস্তুত হয়েছে ।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 22 জানুয়ারি রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন ৷ অনুষ্ঠানের জন্য পুরোদমে প্রস্তুতি চলছে, যা সমাজের সকল স্তরের বিশিষ্ট ব্যক্তিদের এবং লোকেদের আকর্ষণ করবে ৷ ট্রাস্ট সচিব জানিয়েছেন, মন্দিরটি 70 একর জমির উত্তর অংশে নির্মিত হচ্ছে, যা 2019 সালে সুপ্রিম কোর্ট হিন্দুদের কাছে হস্তান্তর করেছে। রাই বলেন, "এখানে তিনতলা মন্দির তৈরি করা হচ্ছে। মন্দিরের নীচতলার কাজ শেষ, প্রথম তলা নির্মাণাধীন অবস্থায় রয়েছে। মন্দিরটি চারকোণা দেয়াল দিয়ে ঘেরা, যার দৈর্ঘ্য প্রায় 750 মিটার । মন্দির চারপাশের প্রাচীরের বিশেষ বৈশিষ্ট হল, এটি 14 ফুট চওড়া।"