পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ICSE Result 2022: আইসিএসই দশমের ফল প্রকাশিত; পাশের হার 99.97%, প্রথম স্থানে 4 - আইসিএসই

প্রকাশিত হল আইসিএসই (ICSE) পরীক্ষার ফল ৷ রবিবার বিকেল পাঁচটায় ফল ঘোষণা করা হয় ৷ ফল জানা যাবে ওয়েব পোর্টাল এবং এসএমএস-এর মাধ্যমে ৷

ICSE Result 2022 announce on sunday evening
ICSE Result 2022: রবিবাসরীয় বিকেলে প্রকাশিত হল আইসিএসই-এর ফল

By

Published : Jul 17, 2022, 6:31 PM IST

Updated : Jul 17, 2022, 10:27 PM IST

নয়াদিল্লি, 17 জুলাই: ছুটির বিকেলেই পরীক্ষার ফল প্রকাশ ৷ রবিবার বিকেল পাঁচটায় প্রকাশিত হল এ বছরের ICSE (Indian Certificate of Secondary Education)-এর দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল (ICSE Result 2022) ৷ পাশের হার 99.97% ৷ প্রথম স্থান অধিকার করেছে 4 জন ৷ দ্বিতীয় স্থানে রয়েছে মোট 34 জন পরীক্ষার্থী ৷ সবমিলিয়ে মেধাতালিকায় রয়েছে 110 জন ৷ তাদের মধ্যে পশ্চিমবঙ্গের 18 জনও রয়েছে ৷ এই 18 জনের মধ্য়ে 4 জন কলকাতার বাসিন্দা ৷ কলকাতার ফিউচার ফাউন্ডেশনের ছাত্র মহম্মদ মাসুদ শহরে প্রথম স্থান অধিকার করেছে ৷ দেশের নিরিখে তাঁর স্থান দ্বিতীয় ৷

ICSE কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ফল প্রকাশের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয়, দু'টি সেমেস্টারকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে ৷ কেরিয়ার কাউন্সিলের পোর্টালে পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারবে বলেও জানানো হয়েছে ৷ https://careers.cisce.org অথবা www.cisce.org, এই দু'টি ওয়েব অ্যাড্রেসের মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের ফল দেখতে পারবে ৷ এছাড়াও, এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফল জানা যাবে ৷ তার জন্য 09248082883 নম্বরে নির্দিষ্ট নিয়ম মেনে এসএমএস করতে হবে ৷

আরও পড়ুন:সামনের বছর কবে শুরু মাধ্যমিক ? রইল সম্পূর্ণ সূচি

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে, এবারের পরীক্ষায় পশ্চিম এবং দক্ষিণ ভারতের ছাত্রছাত্রীরা সবথেকে ভালো ফল করেছে ৷ দেশের এই দু'টি অংশে পাশের হার 99.99 শতাংশ ৷ অন্যদিকে, সারা দেশে পাশের হার হল, 99.97 শতাংশ ৷ সফল পরীক্ষার্থীদের মধ্যে শীর্ষস্থানে রয়েছে একসঙ্গে চারজন ৷ তাদের মধ্য়ে তিনজনই আবার উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ এরা হল, কানপুরের শেলিং হাউসের অঙ্কিতা গুপ্তা, বরলামপুরের জিসাস অ্যান্ড মেরি স্কুলের পুষ্কর ত্রিপাঠী এবং লখনউয়ের সিএমএস-এর কণিষ্ক মিত্তল ৷ এই তিনজনের সঙ্গেই প্রথম স্থান দখল করেছে মহারাষ্ট্রের পুণে শহরের সেন্ট মেরিজ স্কুলের হরগুন কউর মাথারু ৷ এরা সকলেই 99.80 শতাংশ নম্বর পেয়েছে ৷

মহম্মদ মাসুদ, আইসিএসই-তে কলকাতায় প্রথম

প্রসঙ্গত, চলতি বছরের 25 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত আইসিএসই পরীক্ষা নেওয়া হয় ৷ পরীক্ষা শুরু হয়েছিল ইংরেজি বিষয় দিয়ে ৷ শেষ হয় কমার্সিয়াল স্টাডিজ পরীক্ষার মধ্যে দিয়ে ৷ প্রাপ্ত নম্বর নিয়ে যদি পরীক্ষার্থীদের মধ্য়ে কোনও সংশয় বা প্রশ্ন থাকে, তাহলে তারা সরাসরি CISCE-এর হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করতে পারে ৷ সেক্ষেত্রে, helpdesk@cisce.org-এ লগ ইন করা যেতে পারে ৷ অথবা 1800-203-2414 নম্বরে 'কল' যেতে পারে ৷ প্রয়োজনে নিজেদের উত্তরপত্রের স্ক্রুটিনিও করাতে পারবে পরীক্ষার্থীরা ৷

Last Updated : Jul 17, 2022, 10:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details