পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ICSE, ISC Board Results : আজ দুপুর তিনটেয় আইসিএসই ও আইএসসি-র দশম ও দ্বাদশের ফল ঘোষণা

আজ দুপুর তিনটেয় ঘোষিত হবে আইসিএসই এবং আইএসসি-র দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল ৷ শুক্রবার একথা জানিয়েছে সিআইএসসিই কর্তৃপক্ষ ৷ ওয়েবসাইট, পোর্টাল ও এসএমএসের মাধ্যমে জানা যাবে রেজাল্ট ৷ ফল ঘোষণা করা হবে অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে ৷

By

Published : Jul 23, 2021, 2:55 PM IST

Updated : Jul 24, 2021, 7:17 AM IST

ICSE, ISC Board Results to be announced on Saturday at 3 PM
ICSE, ISC Board Results : শনিবার দুপুর তিনটেয় আইসিএসই ও আইএসসি-র দশম ও দ্বাদশের ফল ঘোষণা

নয়াদিল্লি, 24 জুলাই :আজ(24 জুলাই, 2021) দুপুর তিনটেয় ঘোষিত হবে আইসিএসই (ICSE) এবং আইএসসি-র (ISC) দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল ৷ শুক্রবার তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সিআইএসসিই (Council for the Indian School Certificate Examinations) ৷ তাতেই শনিবার রেজাল্ট বেরোনোর কথা জানানো হয় ৷ ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট দু’টি ওয়েবসাইট (cisce.org এবং results.cisce.org) থেকেই নিজেদের ফলাফল জানতে পারবে ৷ এছাড়া, পর্ষদের নিজস্ব পোর্টাল (CAREERS) এবং এসএমএস-এর মাধ্যমেও রেজাল্ট জানা যাবে ৷

আরও পড়ুন :Madhyamik 2021 : মাধ্যমিকে 100 শতাংশ পাসের গুঁতোয় একাদশে স্থানসঙ্কটের আশঙ্কা শিক্ষকদের

যেসমস্ত স্কুল সিআইএসসিই-র আওতাভুক্ত রয়েছে, তারাও কেরিয়ার্স পোর্টালের মাধ্যমে স্কুলের পরীক্ষার্থীদের ফল জানতে পারবে ৷ সেক্ষেত্রে কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট স্কুলের অধ্যক্ষের লগ-ইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পোর্টালে ঢুকতে হবে ৷ এছাড়া, পরীক্ষার্থীরা ব্যক্তিগতভাবেও নিজেদের রেজাল্ট দেখতে পারবে ৷ তার জন্য তাদের শুধুমাত্র একটা এসএমএস করতে হবে ৷ পরীক্ষার্থীদের তাদের নিজস্ব ইউনিক আইডি লিখে 09248082883 নম্বরে এসএমএস করতে হবে ৷ এক্ষেত্রে এসএমএসের ফরম্য়াটটি হল, ICSE/ISC (Unique ID) ৷

আরও পড়ুন :Amit Malviya : উচ্চমাধ্যমিকে প্রথমের ধর্ম নিয়ে মাতামাতি, মমতা সরকারের বিরুদ্ধে ফের ‘তোষণ’ তোপ মালব্যর

প্রসঙ্গত, করোনা আবহে এ বছর তাদের সমস্ত পরীক্ষা বাতিল করে দেয় সিআইএসসিই কর্তৃপক্ষ ৷ গত জুন মাসে পরীক্ষা হওয়ার কথা থাকলেও অতিমারির দাপাদাপিতে সেটা আর সম্ভব হয়নি ৷ এই অবস্থায় অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেই নম্বর পাবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা ৷ তবে এক্ষেত্রে পরীক্ষার্থীদের কাছে স্ক্রুটিনি বা প্রাপ্ত নম্বর পুনর্বিবেচনা করার কোনও বিকল্প থাকবে না ৷ কিন্তু প্রাপ্ত নম্বর নিয়ে পরীক্ষার্থীর যদি কোনও আপত্তি থাকে, তাহলে নিজেদের স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানাতে পারবে তারা ৷ সেক্ষেত্রে আপত্তির কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে ৷ এরপর স্কুলকেই প্রাথমিকভাবে এই ধরনের সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে হবে ৷ তাতে যদি কর্তৃপক্ষের মনে হয়, সেই অভিযোগের যথেষ্ট সারবত্তা আছে, একমাত্র তবেই তা সিআইএসসিই-কে পাঠানো যাবে ৷ সঙ্গে পেশ করতে হবে প্রয়োজনীয় নথি এবং স্কুলের লিখিত মতামত ৷

Last Updated : Jul 24, 2021, 7:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details