পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ICSE Result : আইসিএসই দশম ও আইএসসি দ্বাদশের ফল প্রকাশিত - आईएससी 12वीं रिजल्ट 2021

করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা বাতিল হয়েছিল ৷ বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে আজ ফল প্রকাশ করল আইসিএসই বোর্ড ৷

s
s

By

Published : Jul 24, 2021, 3:32 PM IST

Updated : Jul 24, 2021, 4:57 PM IST

নয়াদিল্লি, 24 জুলাই : আইসিএসই (ICSE) দশম ও আইএসসি (ISC) দ্বাদশের ফল প্রকাশিত হল ৷ করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা বাতিল হয়েছিল ৷ বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে আজ ফল প্রকাশ করল বোর্ড ৷ আইসিএসই-তে পাশের হার 99.98 শতাংশ ৷ আইএসসি-তে পাশের 99.76 শতাংশ ৷

আগেই জানানো হয়েছিল, ছাত্রছাত্রীরা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট www.cisce.com থেকে ফল জানতে পারবে ৷ শুক্রবারই জানানো হয়েছিল, শনিবার বেলা 3টের সময় ফল প্রকাশিত হবে ৷ সেইমতো এদিন আইসিএসই দশম ও আইএসসি দ্বাদশের ফল প্রকাশ করে বোর্ড ৷ উভয় ক্ষেত্রে বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে ফল প্রকাশ করা হয়েছে ৷

আরও পড়ুন: Madhyamik 2021 : মাধ্যমিকে 100 শতাংশ পাসের গুঁতোয় একাদশে স্থানসঙ্কটের আশঙ্কা শিক্ষকদের

একই পদ্ধতিতে রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে ৷ তাতে মাধ্যমিকে পাশের হার হয়েছে 100 শতাংশ ৷ অর্থাৎ একজনও পড়ুয়া ফেল করেনি ৷ এছাড়াও মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পায় 79 জন ৷ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হলে দেখা যায় সেখানে পাশের হার 97.69 শতাংশ ৷ প্রথম দশে স্থান করে নিয়েছে 86 জন ৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে এমন পাশের গুঁতোয় পড়ুয়াদের ভবিষ্যতে নিয়ে চিন্তিত শিক্ষা মহল ৷

Last Updated : Jul 24, 2021, 4:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details